আপন ফাউন্ডেশন

Tag: সাহিত্য

১৩ – রূপ মনোহর

প্রাণেতে বাঁধিয়াছে প্রাণ, স্বরূপে রূপের ছায়া, নয়নে সুধা অফুরান, সুরেতে মোহন মায়া! নিহারি সে রূপ প্রাণে জাগে সুখ, অমৃত রসের ধারা

১৩ – কৃতজ্ঞতা সবার তরে

মাতা পিতা হতে অজুদ পাইয়াসঞ্চালিত হলো রুহানী,মনুষ্যত্ব ধারণ করেহলো রূপ নিরূপন ইনছানি। আপন খবর। কবিতা। বাহরায়েন ওয়ায়েসী।

অনুবাদ – সন্ত কবিরের ১০ টি দোহা

আমি নয়ন দ্বারা জগত হেরী, না পাই ‘নয়ন’ হেরীতে, তেমনি জগতে যে জগত পতি, তারে যায়না ধরা জগতে। সন্ত কবিরের দোহা।

অনুবাদ – ভক্ত কবির দাসের কবিতা – মুক্তি

বন্ধু! জিবৎকালেই পরমের প্রত্যাশা করো, যতদিন দেহে আছে প্রাণ! জেনে নাও, বুঝে নাও মুক্তিকে ত্বরান্বিত করো, জিবনেই!

অনুবাদ – সন্ত কবিরের কবিতা – অন্বেষণ

হে অন্বেষী, কোন সুদূরে খুঁজে চলেছো আমায়? তোমার সঙ্গেই তো অবিরাম বসত আমার! সন্ত কবিরের কবিতা। আপন খবর। অনুবাদ।

অনুবাদ – কবিতা – পথ প্রদর্শক

অতীন্দ্রিয়বাদী দার্শনিক, প্রেমমার্গের কবি, একাদশ শতাব্দীর ধ্রুপদী সুফি লেখকদের অন্যতম মহাত্মা হাকিম সানায়ী (র.) (১০৪৪ - ১১৫০)

অনুবাদ – ভালোবাসার চল্লিশ নিয়ম 23&24

যাপিত জীবনকে রাঙিয়ে তুলুন প্রেমের রঙে। জিবন স্বর্গে পরিণত হবে। অথবা জিবন কে বহন করে চলুন গাধার বোঝার মতো, প্রেমহীন -

১২ – অভিনিষ্ক্রমণ

অস্তগামী সূর্যের রক্তিম আভায়, উদ্বেলিত হৃদয়ে প্রশান্তি অনাবিল, অন্তরে আজি অবাধ উচ্ছ্বাস, শরতের আকাশ সেজেছে সুনীল।

১১ – নিত্য জ্বেলে রাখি প্রদীপ

নিত্য জ্বেলে রাখি প্রদীপ, অপেক্ষাতে নিরন্তর, কবে আসবে আমার হৃদ বাসরে, মুর্শিদ প্রভু রূপ সুন্দর! সংগীত। আপন খবর।

১১ – মহাপ্রেমিক হে মোর মাশুক

মহাপ্রেমিক, হে মোর মাশুক, রহিম রহমান। দয়াল মুর্শিদ কোরান মাজিদ, বেনজীর চাঁন। সংগীত। আপন খবর। কাঙাল আব্দুর রহমান।

১১ – জানিলে আপন জানা যাবে সোবাহান

জানিলে আপন, জানা যাবে সোবাহান। যে জানে সে আরেফ হয়, আলীকে দ্বীনের নবী, জানাইলেন সবি তাইলে আলী জুলফিকার হয়। আপন খবর।

১১ – আসমান হতে উদয় আলো

আসমান হইতে উদয় আলো, জমিনে সেই মুরতি। মোহাম্মদ রাসুল আল্লাহ, করি তোমায় প্রণতি। আপন খবর। সংগীত। দাউদ আহমেদ চিশতী।

১১ – মরাকে আর ছোঁয় না যমে

মরাকে আর ছোঁয় না যমে, বান্ধেনা যমরশিতে, যমরাজা হয়েছে বাধ্য, যায়না তারে মারিতে। সংগীত, গান। আপন খবর। আতিকুর রহমান।

১১ – বিদায়

কত দিন আগে তোমায়, দিয়েছি বিদায়। বিরহ-বিধূর, কেনো বেদনা কাঁদায়। থেকে থেকে মনে পরে, সেই যে প্রহর, সকলি আপনার তরে, কেউ নয় কারো।

১১ – তুমি অতি প্রিয়

তুমি যদি আকারহীন, তবে তোমার এতো নামকরণ হলো কি করে? তোমার তেজস্বী রূপে মুসা জ্বললো না, তুর পাহাড় ছাঁই হলো পুড়ে! প্রিয়!

অনুকাব্য – বোধির দ্বারে দাড়াও প্রভু

বোধির দ্বারে দাড়াও প্রভু, বন্ধন আনো বাসনায়, তুমি বিনা অন্য যেনো, হৃদয়ে না হয় উদয়। অনুকবিতা। লাবিব মাহফুজ। আপন খবর।

অনুকাব্য – হে মোর সুরসাকী

হে মোর সুরসাকী, তব প্রেমও সুরে, উজল করিও, আমার উছল আঁখি। আসিও আমার হৃদয় পাতে, হৃদি পেয়ালায় প্রণয় সাথে - আপন খবর।

অনুকাব্য – হে মোর ভগবান

হে মোর ভগবান, তব প্রেমও রূপ শিখা জ্বালো মম প্রাণে, মোরে নিত্য পরশ করো দান। হে দয়াময়, মহীয়ান। লাবিব মাহফুজ। আপন খবর।

অনুকাব্য – ভেদী কংস কারার দ্বার

ভেদী কংস কারার দ্বার, এসো নব যুগাবতার – এসো অস্তিত্বে, বিপুল সংগ্রামে, হস্তে ধরি - জুলফিকার! লাবিব মাহফুজ।

অনুকাব্য – অঞ্জলী মোর না ফিরাইও

অঞ্জলী মোর না ফিরাইও আর, না ভাঙ্গিও মোর, সাধ-অধিবাস - অন্তিক অপাঙ্গে মোর রহিও অবিরল, অর্হ-প্রণয় সাথে, হৃদে অহর্নিশ!

অনুকাব্য – মাতাল করে দে আমারে

মাতাল করে দে আমারে, রূপের শারাব দিয়া, ঐ ডাগর আঁখির নেশার বাণে, বিধুক আমার হিয়া। অনুকবিতা - আপন খবর। লাবিব মাহফুজ।

অনুকাব্য – হে সাকী মোরে পিলাও শারাব

হে সাকী মোরে পিলাও শারাব, এসেছি আজ তব নিকুঞ্জ-বনে, ত্রিভঙ্গ রূপে তব এ দীল শাদাব, বিমোহিত হলাম ঐ নয়ন বানে। আপন খবর।

অনুকাব্য – এশকের অনল দিবানিশি জ্বলে

আমার মনের বনে শ্রী বৃন্দাবন, রাধার চরণ হৃদয় পুরে, কালের খেয়া প্রাণ যমুনায়, অনুরাগের সপ্তসুরে। লাবিব মাহফুজ।

অনুকাব্য – আনন্দ আজ সিক্ত প্রাণে

আনন্দ আজ সিক্ত প্রাণে, রিক্ত পথে ধুলায় মেশে, তবু জীবন দূর অনন্তে, কোন সে সুখে যাচ্ছে ভেসে। অনুকাব্য - লাবিব মাহফুজ।