আপন ফাউন্ডেশন

Tag: সাহিত্য

কবিতা – আমাতে তুমি

আমারি চেতনার ধামে, আমারি প্রাণে, বসত করিছ তুমি অতি নির্জনে। আমারি হৃদয় তটে, আমার হিয়া তলে, অনুতে অনুতে তোমার পদচিহ্ন জ্বলে।

কবিতা – আপন হারা প্রাণ

যে সুখ সুধা প্রতি অঙ্গে আমার, আনে শিহরণ দোলা, যে স্বপন করে পরাণ আমার, মহিমাময়, উজ্জলা! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – আধার বন্দনা

আধারের সিংহাসনে, আসীন হলাম এক আধার লগনে, অনন্ত পূর্নতার মাহেন্দ্র ক্ষণে! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – অন্ধকার

আদিম অন্ধকারে, দুরাশার এক অতৃপ্ত, নির্লিপ্ত পাথারে, ফেলেছিলাম আমার ইন্দ্রজাল - ধরিতে আমারে। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – অনন্ত আমি

আমার পুষ্প শয্যা যখন, খুলিল দুয়ার, চাহিল নয়ন। অখন্ড সে ঘর, প্রেম নিশি ভোর, উজল চরাচর, আমাতে গাহন। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – নবযুগ বাণী

আর কত কাঁদিবে, জাগি ভর নিশুতি রাতি, আর কত বাজাবে বাঁশি, চাহি প্রভাত ভাতি! ধ্বংসের পথে চির ধাবমান, মৃত্যুকূপের অন্ধ আহ্বান

কবিতা – অভিলাষ

এই কি তব ছিল অভিলাষ, শুনিতে প্রাণের এ ক্রন্দনও রোল, অসহায় চিৎকার, অশ্রু কল্লোল, বুক ফাটা দীর্ঘশ্বাস! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – স্মৃতি

ভালো যখন বাসবে না কেউ, নয়ন পানে চেয়ে, ও মুখ চেয়ে হাসবে না কেউ, দেখবেনা লুকিয়ে! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – চরণ আলোয়

জিবন আমার যখন মেলিলাম আলোয়, নিরবধী নিরখিতে আমার আপনায় - তোমার বিশ্বলোকে, অন্তহীন অঙ্কুরে। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – ভালোবাসি

তোরে বড় ভালোবাসি। তোরি কাছে তাই ফিরে ফিরে আসি। রাখিতে তোরে হৃদয় পিঞ্জরে, থাকিতে তোর বাহুর অন্দরে, সর্বদায়, অহর্নিশী।

কবিতা – নয়ন দিশা

হৃদয়ের যত আকুলতা আজ, তোর তরে চায় মেলিতে ডানা, তোর নয়নও পানে ঐ ব্যাকুল চাওয়ায়, মরম স্রোতে ভাসে হৃদয় বাসনা। কবিতা।

কবিতা – মৃত্যুসুধা

আজ মৃত্যুরে লইয়াছি বরণ করে, জিবনের করিতে উদ্বোধন, আজ মৃত্যু সুধারে পরাণে মেখে, চিরঞ্জীব রূপে জাগিবে জাহান। কবিতা।

কবিতা – বাঁশির বেদন

যে বিরহে কাঁদে বাঁশি পাজরভাঙ্গা সুরে, সুর শুনিয়া জ্বলে আগুন বিরহীর অন্তরে। সে বিরহে মজনু কাঁদে লুটায়ে মরু সাহারায়

সংগীত – গহীন নদীর স্রোতে আজ

গহীন নদী র স্রোতে আজ ময়ুরপঙ্খী নায়, পেখম বৈঠা হাতে তুলে মন ওপারে হারায়। এ কূলে বিরহী কাঁদে, বাঁধা যে প্রাণ বিরহ ফাঁদে।

সংগীত – এ পাড়ে কোন সুখের আশায়

এ পাড়ে কোন সুখের আশায়, ওপাড় পানে এ আঁখিদ্বয়, নিরবধী থাকে যে চাহিয়া - কোন ময়ূরপঙ্খী পাড়ী জমায়, হৃদয় বনের রূপ কাঠের নায়

সংগীত – অশ্রু অঞ্জলী মোর এপাড় হতে

অশ্রু অঞ্জলী মোর এপার হতে, এ দুর প্রবাহ ভেদী যায় বহুদুর -যেথায় আমায় ডাকিছে বসে, পূজার দেবতা মোর। সংগীত - লাবিব মাহফুজ

সংগীত – সাজাবো তোমায় আমার নয়নও সূধায়

সাজাব তোমায় আমার নয়ন সুধায়, মুরারী মোহনও রুপে হৃদয়ও আয়নায়। গড়িয়া লইবো ও রূপ শ্রীরূপ করে, শ্যামের ও বিরহী সেজে চরণও ধরে।

সংগীত – নিশিথ রাতের তারায় তারায়

নিশিথ রাতের তারায় তারায়, হেরী অপলক মুরতি তোমার। বিহগের কুঞ্জরে এই হৃদয় মন্দিরে, দিবানিশি গাহিতেছে স্তব ঝংকার।

কবিতা – হার

জ্বালিয়েছিল যে প্রদীপ, মরমে আমার, আলোর দীপ্ত শিখা, জানিনা গো সে দীপ আজ, নিভিল কেনো, কেনো মুছিল নিয়তির লেখা।

কবিতা – ঘুমঘোরে

কে এলে গো ঘুম ঘোরে, আঁখির তারায় রূপ নিহারে, জল ছলছল, করুণ সজল, কি নিদারুণ প্রভাত ভোরে। কবিতা - লাবিব মাহফুজ

কবিতা – জন্মান্তরের পরিচয়

আমি শুনি শুধু যার বেণুকার সুর, গহন দূরের বনে, ডাগর আঁখি মোরে, ডাকে বারে বারে, গভীর তন্দ্রা স্বপনে। কবিতা - লাবিব মাহফুজ

কবিতা – হৃদয়ের বন্ধন

বিরহের আলিঙ্গনে, পেয়েছি তোমারে, হৃদয়ের গভীরে, নিভৃত নির্জনে। প্রেমময় সুরবনে, ছিলাম দুজনা, ডানা মেলা মুক্ত পাখির মতো, ছিল কত সুর, হৃদয়

কবিতা – নিরবতার স্তবগান

নিশ্চুপ চঞ্চল আঁখির কোণে, এত প্রেম কি করে লুকিয়ে থাকে? প্রজাপতির পাখার মতো, নির্মল বাতাসের প্রতিটি ছোঁয়ায়, নিশ্চুপতায়! শুভ্র মেধের মতো নিরবতা

কবিতা – ব্যাথার বাধন

যে বাধনে বাধা পরে প্রাণ, হৃদয় মাঝে মোর এ বাধন কি অবাঞ্ছিত? বারে বারে মোর সমস্ত অনুভবে, আমার ইন্দ্রিয়াদীর সুক্ষ কম্পন -