আপন ফাউন্ডেশন

Tag: সুফিবাদ

সংগীত – আমি আধার রাতের যাত্রী

আমি আধার রাতের যাত্রী প্রভু, উষার আলো দিও। এ পথহারারে পথ-বানানোর, যোগ্য করে নিও! আমি আধার রাতের যাত্রী। লাবিব মাহফুজ।

সংগীত – বুঝবিরে শ্যাম আমার মতন

বুঝবিরে শ্যাম আমার মতন কাঁদবে যখন প্রাণ, ও তুই পথের ধুলায় লুটাইবি সোনার দেহখান। ও তোর সোনার দেহখান। লাবিব মাহফুজ।

সংগীত – মা গো তোর ভালোবাসার কন্টকহার

মা গো তোর ভালোবাসার কন্টকহার, এমনি যেনো কন্ঠে আমার - জনম জনম দোলে গো! মা জনম জনম দোলে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি জন্মাবধি অপরাধী

আমি জন্মাবধি অপরাধী, আমার অপরাধের সীমা নাই, এই পাপী দেহ লইয়া আমি, কেমনে রাঙা চরণ চাই! লাবিব মাহফুজ। সংগীত।

সংগীত – তৃষ্ণা কভূ না মিটিবে মোর

তৃষ্ণা কভূ না মিটিবে মোর, আমি মরুর বুকে বালির প্রাসাদ - সাগর" বহু দূর! ‍তৃষ্ণা না মিটিবে মোর। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বেসুরো মোর সুর সেধে আজ

বেসুরো মোর সুর সেধে আজ, তানপুরাতে বাঁধবো এ প্রাণ! আমি যখন স্বপ্ন দেখি, রাত্রি লুকায় ঢাকি আঁখি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ও মাঝিরে

ও মাঝিরে, আমায় পার করিও অকূলও সাগরে। তুমি বিনা নাই আশা সংসারে। ও মাঝিরে। পার করিও অকূলও পাথারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – চরণ ধুলি পড়লে তোমার

চরণ ধুলি পড়লে তোমার কাবা আমার কেবলা হবে, তুমি বিনে আরশে আজীম দোযখ সম, অসার ভবে!

সংগীত – আর আমারে ভুলাইও না

আর আমারে ভুলাইও না, আপন বলে, আঁচল তলে - আর আমারে বাঁধিও না মা গৃহকোণে, মায়ার ছলে! সংগীত - লাবিব মাহফুজ। মা।

সংগীত – তব করুণায় প্রিয় বাঁধিও আমারে

তব করুণায় প্রিয় বাঁধিও আমারে, মায়াময়, শ্রীচরণ মায়ারও সাগরে। প্রিয়, তব করুণায়, বাঁধিও আমারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – কেনো মোর নিরব কুঞ্জবনে

কেনো মোর নিরব কুঞ্জবনে, বাজালে চরণও মঞ্জীর, কেনো করে উদাসী হৃদয়, লুকালে পলকের সুদূর! সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বলি নিমাই একটু দাড়া

বলি নিমাই একটু দাড়া, মায়েরে কি এমনি কাঁদায়, মায়ার বাধন ছিন্ন করে নিমাই, কোন খানে লুকায়! সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আনে ত্যাগের বিধান কুরবানি

আনে ত্যাগের বিধান কুরবানি, দূর করতে সব পশু প্রবৃত্তি, আত্মার গুণ হায়ানী। আনে ত্যাগের বিধান কুরবানি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – জানো মন এস্কেরই বিধান

জানো মন এস্কেরই বিধান, মাওলা হু শক্তিতে স্বয়ংকারে, সদা রয় চেতন! জানো মন এস্কেরই বিধান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমার গভীর প্রাণের সহচরী

আমার গভীর প্রাণের সহচরী, লুকায়ে আর খেলবে কত? এবার সামনে এসে দাঁড়াও আমার, সাঙ্গ হউক আঁধার যতো! লাবিব মাহফুজ।

সংগীত – আমি শুনি সদা বাঁশরী ধ্বনি

আমি শুনি সদা বাঁশরী ধ্বনি মন যমুনার পাড়ে, ওরে ডাকে কানু দিনরজনী আমার নামটি ধরে! ওরে কানু ডাকে নামটি ধরে। লাবিব মাহফুজ।

সংগীত – কেনো রে বাদল ধারা

কেনো রে বাদল ধারা, মোরে করলি আপন হারা, কেনো তোর নৃত্তমদের মাতলামি আজ, আমায় ঘিরে বল্গাহারা! লাবিব মাহফুজ। সংগীত।

সংগীত – পাইতে যদি দীনবন্ধু

পাইতে যদি দীনবন্ধু, সাধ থাকে গো অন্তরে, মনো প্রাণ উাজার করে ভালোবাসো তারে। যদি সাধ থাকে অন্তরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – তারে কি ডাকা যায়

সংগীত - তারে কি ডাকা যায়? যেজন সদা হৃদয়ে রহে নিভৃতে নিরালায়! হৃদয়ে তাহার হৃদয়ও রাখি, পরানে পরান করে মাখামাখি

সংগীত – ঐ রূপ অনলে দিবানিশি

ঐ রূপ অনলে দিবানিশি, হৃদয় আমার পুড়ে গো, সে রূপ নিরিখে সদায় আমার, নয়ন বারি ঝড়ে গো। সংগীত - লাবিব মাহফুজ। রূপ অনল।

সংগীত – দয়াল আমায় করো দয়া দান

দয়াল আমায় করো দয়া দান, হৃদকমলে আসিয়া আমার, জুড়াও তাপিত প্রাণ। দয়াল করো দয়াদান। সংগীত - লাবিব মাহফুজ। হৃদকমল।

সংগীত – হৃদয় পদ্মে হও স্থিত

হৃদয় পদ্মে হও স্থিত অটল রূপে ভগবান, আাঁখিনীড়ে বাঁধবো তোমায়, চিন্ময় রূপে নিরঞ্জন। সংগীত - লাবিব মাহফুজ। হৃদয়।

সংগীত – আমি চিনেছি চিনেছি দয়াল

আমি চিনেছি চিনেছি দয়াল, এই মানুষে রূপ তোমার। প্রকাশ সকল রূপ রস গন্ধে, মানুষ রূপে হও স্বাকার। ভক্তি সংগীত। লাবিব মাহফুজ।

সংগীত – আমি মজনু সম পাগল হবো

আমি মজনু সম পাগল হবো, হে নাথ তোমার তরে। মুনাফিক যে, চায় স্বর্গসুখ - ত্যাজিয়া তোমারে। সংগীত - লাবিব মাহফুজ।