আপন ফাউন্ডেশন

Tag: কবিতা

কবিতা – অনন্ত সুর মূর্চ্ছনা

বয়ে চলে এ জগত! জিবন! এক অনাদী অদৃশ্য কে মূর্ত করার তাগিদ নিয়ে! কাল প্রবাহে! দূর্বার গতি নিয়ে এগিয়ে চলে এক অনন্ত স্থিরতা!

কবিতা – সবাই ভালো থাকে

সবাই ভালো থাকে! আমি শুধু বিষ-বাণে বিষাক্ত নীলকণ্ঠ, গলায় আটকে থাকা কবিতাগুলো নিয়ে, যাপন করি একটি একটি মৃত্যুরজনী!

কবিতা – অধরা

আমি কেমনে তারে ধরি! সে যে রূপ-অরূপের লীলা করে, লুকাইয়া নয়নপুরি! কেমনে তারে ধরি! কবিতা - অধরা। লাবিব মাহফুজ।

কবিতা – চেতনা

বিবস চেতনার পাহাড় ঠেলে, বিমূঢ় রাতকে করে তুলি, আরো দীর্ঘকায়! সেঁজুতি নিষিক্ত আঁধিয়ারা আমার - কবিতা - চেতনা। লাবিব মাহফুজ।

কবিতা – স্বর্গ

প্রেম-শারাবের ভৃঙ্গার মাথার নিয়ে, জাহান্নামের পথে আনমনে হেটে চলে কবি! প্রতি পদক্ষেপে সৃষ্টি করে এক একটি স্বর্গ!

কবিতা – সালাত

প্রিয়ার বাসরে কে যায় লইয়া, পড়শী জামাত-দলে, বোঝনি এখনো বেকুবের দল, সালাত কারে বলে! কবিতা - সালাত। লাবিব মাহফুজ।

কবিতা – অনাগত

ওরে নাম হারা তুই, নূতন রূপে, নূতন বেশে, ভূবন মাঝে, বারে বারে আসলি হেথা, আলোক শিশু, আলোক সাঁঝে! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – মাতালকাব্য

এক চুমুকের নেশা যে এ, হৃদয় বীণার ঝংকারে এ, শাশ্বত তিয়াস! মদিরা স্রোতে নিত্য চলে ভাব দরিয়ায় বাস। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – অস্পৃশ্য

আমি তো পিছে পিছেই চলি, তোমার পদচিহ্ন ধরে! সুরের মৃদু গুঞ্জন, অস্পষ্ট অধরে! একটি চুম্বনতিলক! একটি সমর্পণ। লাবিব মাহফুজ

কবিতা – অধিকার

প্রেমে যদি প্রিয়, না থাকো আমার, শক্তিতে বাঁধিবো! সে বাঁধন যদি, ছিড়ে ফেলো কভূ, চরণে জড়ায়ে কাঁদিবো! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – জয়োৎসব

হৃদয়ের বিস্তীর্ণ চারণভূমিতে তুই যথার্থই এক সফল রাখাল! নিজস্ব স্মৃতিসমূহের শাবক-ছানা, আর আদর-অনাদরের পাল নিয়ে, রাজত্ব করছিস - জীবনকাল!

কবিতা – দোযখ থেকে বেহেশত

যখন, হাশরের কঠিনতম সময়ে, বিবর্ণ মুখমন্ডল সমূহ তটস্থ থাকবে ভয়ে! যখন - হিসাবের এক একটি মেরুতে দাড়িয়ে - কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – প্রভু সমীপে

অতি ক্ষুদ্র যে আমি! কি করে প্রভু - আমাতে ধরিবো তোমায়? সমুদ্রে শুধু উপলব্ধি মোর, অনন্ত ব্যাপিত যেজন, তারে ধরা নাহি যায়!

কবিতা – অপ্রাপ্তি

তোমায় নিয়ে লিখে যাই অবিরামভাবে! কাব্য-সংগীত -কত কি! ছন্দের ললিত শিখায় ম্লান হয়ে আসে চন্দ্রিমা! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – পূনর্মিলন

এতো বন্ধনের বহ্নিবান! বাঁধিছে আমায় আষ্টেপৃষ্ঠে, নিদারুণ, পাষাণ! জগত! আলোতে - আধারে আমায় বেঁধেছে বাঁধনে, বিরহে - মায়ায়!

কবিতা – পূর্ণ অস্তিত্বের পানে

না আমি কখনো জন্মাই, না কখনো মৃত্যুবরণ করি! বরং আমি তো কেবল স্থিত হই প্রেমে! কবিতা - পূর্ণ অস্তিত্বের পানে।

কবিতা – ইদ

তবু ভালো থাকি - ঝরা বকুলের মালা হয়ে, একটিবার পরশ-সুখে ঠাঁই পাবো তব কন্ঠে! আশায় আকীর্ণ করে প্রাণ -সুখেই থাকি!

কবিতা – কোরান কাবা

হৃদয়ের দ্বার রুদ্ধ করে দিও না। পাঠ করো সে মহিমান্বিত কিতাব, জীবন্ত কিতাব। প্রতিটি মুহুর্তে। জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।

কবিতা – অস্তিত্বের অভিশাপ

সত্তার কসম! আমার চাইতে বেশি তোমায় কেউ ভালোবাসবে না! জিবন বৃক্ষের পাতায় পাতায়, তোমার কেউ খুঁজবে না। লাবিব মাহফুজ।

কবিতা – একজন থাকুক

তবু একজন থাকুক! না গাহিলেও শুনে নিবে যে, অশ্রুত মোর গান, হাসির আড়ালে ঠিকই খুঁজে নিবে, মস্ত অভিমান! কবিতা - কথা।

কবিতা – না কওয়া কতকিছু

কত কি কইতে মন চায় - কিছুই কওয়া হয় না! কত আকুলতা, কত স্বপ্ন কত অনুভূতি, কত ইচ্ছা!নিজেরই অজান্তে - বিলীন হয়ে যায় মহাকালে!

কবিতা – কভু ডাকেনি সে

কখনো সে আমায় ডাকেনি, আমি শুধু ডেকে গেছি, ফাগুনের দীর্ঘ নিস্তব্ধতায় - ঝি ঝি পোকার মত! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – অয়োময়

কেনো আমারে বারে বারে, ফেলে একা, কালের বাসরে - প্রিয়, চলে যায়! কন্টকপুষ্প সায়র গোলাপ বিথীকার, বুলবুল - প্রণয়।

কবিতা – অচেনা মায়া

নাই যদি গো মিলিবে আমার, মনের মতন মন, তারি তরে গো এমন ও আকুল, করিলে কেনো প্রাণ? কবিতা - মায়া। লাবিব মাহফুজ।