আপন ফাউন্ডেশন

Tag: সংগীত

সংগীত – তব চরণ ভিখারী হয়ে অনিবারী

তব চরণও ভিখারী, হয়ে অনিবারী, তব চরণও সুধায় আছি হয়ে মশগুল, ও রাঙা চরণও আমার, অকূলের ও কূল। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – রূপময় তোমারী রূপে

রূপময় তোমারী রূপে, সাজাইয়াছো রূপের বাড়ি, রূপ সাগরে ডুব দিতে মন, ধরো চরণ তাড়াতাড়ি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – গভীরও নিশিথও মাঝে

গভীরও নিশিথ মাঝে নয়নও মেলে, খুঁজি গো তোমারে প্রভূ, খুঁজি গো নিরলে। আমি খুঁজি গো তোমারে প্রভু, খুুঁজি গো নিরলে।

সংগীত – খুঁজলে তারে পাবো কোথায়

খুঁজলে তারে পাবো কোথায়, সে রয়না কভূ দূরে, আছে সেতো বর্তমানে, তোর অন্তরে বসত করে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ভালোবেসে নয়নবীণায়

ভালোবেসে নয়নবীণায় ভরালে মোর হৃদয় খানি, আপন হারা করলে মোরে, সুর ছন্দ সুধা আনি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – নয়ন জলে ভাসি বন্ধু

নয়ন জলে ভাসি বন্ধু, তোরে না দেখিয়া রে, পরাণ আমার কেমনে রাখি ঘরে। বন্ধুরে, পরাণ আমার কেমনে রাখি ঘরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমার হৃদয় বনে বাঁজে বাঁশি

আমার হৃদয় বনে বাঁজে বাঁশি, আমার নাম ধরিয়া ডাকে, ঐ দেখ মধূর সুরে শ্যামের বাঁশি, বাজে তমাল শাঁখে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমারে করিয়াছো তোমার অধীন

আমারে করিয়াছো তোমার অধীন, হে মহিমাময়, হে মহীয়ান। তব চরণ সুধা বিলায়ে আমায়, করেছো মৃত্যুহীন। সংগীত - লাবিব মাহফুজ।

কবিতা – মানব মোহনা

তোমারে প্রকাশিতে আমার সৃজন, আমার আঁধারে তাই তোমার ভূবন। চার আকসামে নূর তোমারি, তোমারি রূপ বর্তমান। লাবিব মাহফুজ।

সংগীত – গহীন নদীর স্রোতে আজ

গহীন নদী র স্রোতে আজ ময়ুরপঙ্খী নায়, পেখম বৈঠা হাতে তুলে মন ওপারে হারায়। এ কূলে বিরহী কাঁদে, বাঁধা যে প্রাণ বিরহ ফাঁদে।

সংগীত – এ পাড়ে কোন সুখের আশায়

এ পাড়ে কোন সুখের আশায়, ওপাড় পানে এ আঁখিদ্বয়, নিরবধী থাকে যে চাহিয়া - কোন ময়ূরপঙ্খী পাড়ী জমায়, হৃদয় বনের রূপ কাঠের নায়

সংগীত – অশ্রু অঞ্জলী মোর এপাড় হতে

অশ্রু অঞ্জলী মোর এপার হতে, এ দুর প্রবাহ ভেদী যায় বহুদুর -যেথায় আমায় ডাকিছে বসে, পূজার দেবতা মোর। সংগীত - লাবিব মাহফুজ

সংগীত – নিশিথ রাতের তারায় তারায়

নিশিথ রাতের তারায় তারায়, হেরী অপলক মুরতি তোমার। বিহগের কুঞ্জরে এই হৃদয় মন্দিরে, দিবানিশি গাহিতেছে স্তব ঝংকার।

সংগীত – তোমারে ধরিতে চায় এ প্রাণ আমার

তোমারে ধরিতে চায় এ প্রাণ আমার, বাঁধিতে চায় এ হৃদয় মাঝার। অপরূপও তব রূপ হেরিব নয়নে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – মায়াময় হে মহান তব চরণ আলোয়

মায়াময় হে মহান তব চরণ আলোয়, জগৎ মায়া ভুলায়ে বিলালে প্রণয়। ঐ চরণ মায়য় প্রাণ পেল আপনারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – এক আধার আজি ডাকিল আমায়

এক আধার আজি ডাকিল আমায়, আর আধারের বন্দনায়, আধারের মাঝে মোর জীবন প্রদীপ, লুকালো, অনন্ত বেদনায়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি আজ আধারের গান গাই

আমি আজ আধারের গান গাই, আধার ভূবনে মোর, উন্মাদ সুরাসুর, অতৃপ্ত বাসনায় চায় অসীমতার ঠাঁই। আমি আধারের গান গাই।

সংগীত – সর্বহারা দীন ভিখারী পারের কড়ি

সর্বহারা দীন ভিখারী পারের কড়ি নাই সঙ্গে, নিজগুণে দীনহীনে কৃপাবারি দাও অঙ্গে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – কেন কাঁদে প্রাণ

কেন কাঁদে প্রাণ, হৃদয় যাচে এ বুকে, ও বাহুর বাধন, ঐ চপল নয়ন পানে, আনিতে বন্ধন সদা কাঁদে প্রাণ। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – শ্রী গুরু মহান তোমারী শরণ

শ্রীগুরু মহান, তোমারী শরণ থাকিতে জিবন, দাও এ প্রাণে, অনন্ত মহান হে পতিতও পাবন করুণা চরণ, বিলাও ধ্যানে। লাবিব মাহফুজ।

সংগীত – প্রসারিয়া প্রাণ, ওহে ভগবান

প্রসারিয়া প্রাণ, ওহে ভগবান, প্রাণময় অপরূপে তোমর স্বরণ, সুধার ও মুকুরে, সুরের ঝংকারে, প্রেমের মাধূরী গীতে, তব আচমণ।

সংগীত – ব্যাথা দেয়ার শক্তি যে মোর নাই

ব্যাথা দেয়ার শক্তি যে মোর নাই, তাইতো ভবের এ পথচলায়, ব্যাথার দাতারে খুঁজিয়া বেড়াই। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – কেন যে প্রাণে বাজে তব সুর

কেন যে প্রাণে বাজে তব সুর কি সুধা মনে ফুটে যে মধূর, তোমার পদছায়, কেন এ প্রাণ লুটায় নয়নও আভায়, জাগে রাগে সুর।

সংগীত – ওগো অভিমানী তব সুরে সুরে

ওগো অভিমানী তব সুরে সুরে, গাইছি অকাতরে, তোমারী যে গান, তোমারই যে প্রাণ, লয়ে এ দেহে, অনন্ত প্রবাহে চলিছে জিবন।