আপন ফাউন্ডেশন

Tag: তরিকত

সংগীত – আমি জন্মাবধি অপরাধী

আমি জন্মাবধি অপরাধী, আমার অপরাধের সীমা নাই, এই পাপী দেহ লইয়া আমি, কেমনে রাঙা চরণ চাই! লাবিব মাহফুজ। সংগীত।

সংগীত – ও মাঝিরে

ও মাঝিরে, আমায় পার করিও অকূলও সাগরে। তুমি বিনা নাই আশা সংসারে। ও মাঝিরে। পার করিও অকূলও পাথারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – চরণ ধুলি পড়লে তোমার

চরণ ধুলি পড়লে তোমার কাবা আমার কেবলা হবে, তুমি বিনে আরশে আজীম দোযখ সম, অসার ভবে!

সংগীত – আর আমারে ভুলাইও না

আর আমারে ভুলাইও না, আপন বলে, আঁচল তলে - আর আমারে বাঁধিও না মা গৃহকোণে, মায়ার ছলে! সংগীত - লাবিব মাহফুজ। মা।

সংগীত – তব করুণায় প্রিয় বাঁধিও আমারে

তব করুণায় প্রিয় বাঁধিও আমারে, মায়াময়, শ্রীচরণ মায়ারও সাগরে। প্রিয়, তব করুণায়, বাঁধিও আমারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বলি নিমাই একটু দাড়া

বলি নিমাই একটু দাড়া, মায়েরে কি এমনি কাঁদায়, মায়ার বাধন ছিন্ন করে নিমাই, কোন খানে লুকায়! সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আনে ত্যাগের বিধান কুরবানি

আনে ত্যাগের বিধান কুরবানি, দূর করতে সব পশু প্রবৃত্তি, আত্মার গুণ হায়ানী। আনে ত্যাগের বিধান কুরবানি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – জানো মন এস্কেরই বিধান

জানো মন এস্কেরই বিধান, মাওলা হু শক্তিতে স্বয়ংকারে, সদা রয় চেতন! জানো মন এস্কেরই বিধান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমার গভীর প্রাণের সহচরী

আমার গভীর প্রাণের সহচরী, লুকায়ে আর খেলবে কত? এবার সামনে এসে দাঁড়াও আমার, সাঙ্গ হউক আঁধার যতো! লাবিব মাহফুজ।

সংগীত – কেনো রে বাদল ধারা

কেনো রে বাদল ধারা, মোরে করলি আপন হারা, কেনো তোর নৃত্তমদের মাতলামি আজ, আমায় ঘিরে বল্গাহারা! লাবিব মাহফুজ। সংগীত।

সংগীত – পাইতে যদি দীনবন্ধু

পাইতে যদি দীনবন্ধু, সাধ থাকে গো অন্তরে, মনো প্রাণ উাজার করে ভালোবাসো তারে। যদি সাধ থাকে অন্তরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – তারে কি ডাকা যায়

সংগীত - তারে কি ডাকা যায়? যেজন সদা হৃদয়ে রহে নিভৃতে নিরালায়! হৃদয়ে তাহার হৃদয়ও রাখি, পরানে পরান করে মাখামাখি

সংগীত – ঐ রূপ অনলে দিবানিশি

ঐ রূপ অনলে দিবানিশি, হৃদয় আমার পুড়ে গো, সে রূপ নিরিখে সদায় আমার, নয়ন বারি ঝড়ে গো। সংগীত - লাবিব মাহফুজ। রূপ অনল।

সংগীত – দয়াল আমায় করো দয়া দান

দয়াল আমায় করো দয়া দান, হৃদকমলে আসিয়া আমার, জুড়াও তাপিত প্রাণ। দয়াল করো দয়াদান। সংগীত - লাবিব মাহফুজ। হৃদকমল।

সংগীত – আমি চিনেছি চিনেছি দয়াল

আমি চিনেছি চিনেছি দয়াল, এই মানুষে রূপ তোমার। প্রকাশ সকল রূপ রস গন্ধে, মানুষ রূপে হও স্বাকার। ভক্তি সংগীত। লাবিব মাহফুজ।

সংগীত – আমি মজনু সম পাগল হবো

আমি মজনু সম পাগল হবো, হে নাথ তোমার তরে। মুনাফিক যে, চায় স্বর্গসুখ - ত্যাজিয়া তোমারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি চাই শুধু গো দয়াল তোমারে

আমি চাই শুধু গো দয়াল তোমারে। বিষয় মায়া মোহ ছাড়ি, অনিত্য ধরা পরিহারি, সদায় যেনো থাকি দয়াল - শ্রী চরণে পড়ে। লাবিব মাহফুজ।

সংগীত – ধরাতে অনন্ত রূপে প্রকাশিত

ধরাতে অনন্ত রূপে প্রকাশিছ তুমি, আমি অন্ধ বলে, দেখিনা তোমারে হে অন্তর্যামী। ধরা তে অনন্ত ‍রূপে প্রকাশিত তুমি।

সংগীত – চাতকের মতো প্রাণ কাঁদে গো

চাতকেরও মতো প্রাণ কাঁদে গো আমার, চকোর সম চেয়ে থাকি অনিবার। ঐ শ্রীরূপও সুধা, দাও নয়নে প্রভু, তব শ্রীচরণ রাখো

সংগীত – ভুলে কি যাবে মোরে

ভুলে কি যাবে মোরে? না জাগি যদি শরতও প্রাতে, এমনও রজনী গভীরে? ভুলে কি যাবে মোরে? সংগীত - লাবিব মাহফুজ। সংগীত।

সংগীত – ঐ পদবিন্দু সার করে গো

ঐ পদবিন্দু সার করে গো আছি নিশিদিন, শ্রীচরণে এ দাসেরে দিও গো স্থান। সংগীত - লাবিব মাহফুজ। শ্রীচরণে এ দাসেরে দিও গো স্থান।

সংগীত – সে এমন করে ডাকে আমায়

সে এমন করে ডাকে আমায় রইতে নারি ঘরে, সকল ফেলে ছুটে আসি প্রাণবন্ধুর বাসরে। সংগীত - লাবিব মাহফুজ। প্রাণবন্ধু।সে এমন করে ডাকে আমায় রইতে নারি ঘরে, সকল ফেলে ছুটে আসি প্রাণবন্ধুর বাসরে। সংগীত - লাবিব মাহফুজ। প্রাণবন্ধু।

সংগীত – রাতুলও চরণে তব ঠাঁই দিও মোরে

রাতুলও চরণে তব ঠাঁই দিও মোরে, হে পতিতপাবন, তব কৃপা সিন্ধু তীরে। চরণে ঠাঁই দিও মোরে। সংগীত - লাবিব মাহফুজ। রাতুল চরণ।

কবিতা – কোরান কাবা

হৃদয়ের দ্বার রুদ্ধ করে দিও না। পাঠ করো সে মহিমান্বিত কিতাব, জীবন্ত কিতাব। প্রতিটি মুহুর্তে। জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।