আপন ফাউন্ডেশন

Tag: প্রেম

কবিতা – অপ্রাপ্তি

তোমায় নিয়ে লিখে যাই অবিরামভাবে! কাব্য-সংগীত -কত কি! ছন্দের ললিত শিখায় ম্লান হয়ে আসে চন্দ্রিমা! কবিতা - লাবিব মাহফুজ।

সংগীত – কেনো আমায় উদাসী বানাইলা

কেনো আমায় উদাসী বানাইলা, ও বন্ধুরে - কেনো আমায় উদাসী বানাইলা ও বন্ধু! আমারে উদাসী বানাইলা। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আজি এ কোন প্রেমের

আজি এ কোন প্রেমের ইন্দ্রবারি, মাতায় হিয়া সিন্ধুপানে - দ্রাক্ষা-রসে ডুবায় তনু -চ্ছিন্নবীণা, বাজলো হঠাৎ মোর গগণে!

সংগীত – আমি যে কন্টক কাব্য শাখে

আমি যে কন্টক কাব্য-শাখে! ফুল হতে চেয়ে হয়েছি বিবাদ - অবাধ স্বপ্ন মেখে চোখে! আমি কন্টক কাব্য শাখে। লাবিব মাহফুজ।

সংগীত – তুমি থাকো ঐ সিন্ধু পাড়ে

তুমি থাকো ঐ সিন্ধুপাড়ে, সুদূর নীলিমায়, আমার আকাশ খেয়া পৌঁছবে কি, তোমার আঙ্গিনায়? সংগীত - লাবিব মাহফুজ। আকাশ খেয়া।

সংগীত – এতো যে তৃষ্ণা আমার

এতো যে তৃষ্ণা আমার, তবু ওগো সুদূরিকা! দিগন্ত ওপারে তুমি লুকায়ে! ওগো, এতো যে তৃষ্ণা আমার। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – এই হলো দিন দিন

এই হলো দিন দিন প্রাপ্তি আমার, অসীম শূণ্যতা ঘেরা - চারিধার! এই হলো দিন দিন প্রাপ্তি আমার। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – জাগায়ো না তারে

জাগায়ো না তারে, জাগায়ো না হায়। লুটায়েছে যে জন, প্রেম বেদনায় - নীল শারাবে, বিরহ-বিভবে, মরিয়াছে স্মরিয়া যে প্রিয়ায় রাঙা পায়!

সংগীত – এ বেদনা কি করে সহি

রাখিগো যতনে যারে আঁখিরও কাজলে, ভেসে যায় কেনো সে, অশ্রু সলিলে! কেনো বাজাও নয়ন-বীণায়, বিরহ রাগীনি। বেদনা কেমনে সহি।

সংগীত – এমন মধূরও সরস বরষায়

এমন মধুরও সরস বরষায়, জাগে চকিত-শিহরণ, মৃদুমন্দ-বায়, মাধবীলতায়! মধূরও সরস বরষা। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বিরহ বাসরে মোরে

বিরহ বাসরে মোরে বাঁধিয়া প্রিয়, এমনি করে ভালোবাসিও! যতনে যাতনা দিয়া হৃদয়ও কোনে, নিরিবিলি ব্যাথা হয়ে, বুকেতে রহিও।

সংগীত – অনন্ত কালও প্রিয় ফুরায়ে যাবে

অনন্ত কালও প্রিয় ফুরায়ে যাবে, আসিবে অলোকানন্দা, মরুতে আসিবে! প্রিয় অনন্ত কালও ফুরায়ে যাবে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – যবে হাতখানি তব

যবে হাতখানি তব হাতেতে জড়ায়ে ধরি, হৃদিব্যাপী বয়ে যায়, পরশ প্রশান্তির নর্মদা-গোদাবরী! হাত খানি যবে ধরি। সংগীত।

সংগীত – সখি আমি যমুনাতে যাবো

সখি আমি যমুনাতে যাবো, ঐ কালো জলে ঝাপ দিয়া সই - প্রাণখানি ত্যাজিবো! সখি আমি যমুনাতে যাবো। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আসবেনা তবু পথ পানে প্রাণ

আসবেনা, তবু পথ পানে প্রাণ, নিদারুণ, চেয়ে থাকি, প্রিয় সকরুণ - জ্বেলে আঁখিদ্বীপ, পথ পানে প্রাণ। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – মনে কি পড়েনা প্রিয়া

মনে কি পড়েনা প্রিয়া, কত জনমের কত অভিসার, যুগল মিলন, আঁখি চাওয়া! মনে কি পড়েনা প্রিয়া। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – পায়ে দলে হৃদয়ের বনবীথিকা

পায়ে দলে হৃদয়ের বনবীথিকা, এলে কে গো নির্দয়, অনামিকা! বৃন্তচ্যূত পুষ্প আমি, দলিত মালিকা। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – কেনো মোর নিরব কুঞ্জবনে

কেনো মোর নিরব কুঞ্জবনে, বাজালে চরণও মঞ্জীর, কেনো করে উদাসী হৃদয়, লুকালে পলকের সুদূর! সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি শুনি সদা বাঁশরী ধ্বনি

আমি শুনি সদা বাঁশরী ধ্বনি মন যমুনার পাড়ে, ওরে ডাকে কানু দিনরজনী আমার নামটি ধরে! ওরে কানু ডাকে নামটি ধরে। লাবিব মাহফুজ।

সংগীত – কেনো রে বাদল ধারা

কেনো রে বাদল ধারা, মোরে করলি আপন হারা, কেনো তোর নৃত্তমদের মাতলামি আজ, আমায় ঘিরে বল্গাহারা! লাবিব মাহফুজ। সংগীত।

সংগীত – হৃদয় পদ্মে হও স্থিত

হৃদয় পদ্মে হও স্থিত অটল রূপে ভগবান, আাঁখিনীড়ে বাঁধবো তোমায়, চিন্ময় রূপে নিরঞ্জন। সংগীত - লাবিব মাহফুজ। হৃদয়।

সংগীত – কে বাজায় গো বাঁশী এমন

কে বাজায় গো বাঁশী এমন উদাসী সুরে, আমি হলাম আকুলীনি, মন বসে না ঘরে। কে বাজায় বাঁশী এমন উদাসী সুরে। লাবিব মাহফুজ।

কবিতা – পূনর্মিলন

এতো বন্ধনের বহ্নিবান! বাঁধিছে আমায় আষ্টেপৃষ্ঠে, নিদারুণ, পাষাণ! জগত! আলোতে - আধারে আমায় বেঁধেছে বাঁধনে, বিরহে - মায়ায়!

কবিতা – অস্তিত্বের অভিশাপ

সত্তার কসম! আমার চাইতে বেশি তোমায় কেউ ভালোবাসবে না! জিবন বৃক্ষের পাতায় পাতায়, তোমার কেউ খুঁজবে না। লাবিব মাহফুজ।