আপন ফাউন্ডেশন

Tag: সংগীত

সংগীত – মনরে বারে বারে বলি আমি

মনরে বারে বারে বলি আমি, দয়াল নামটি ছেড়োনা, সে নাম বিনে জগতে আর, মুক্তির উপায় রবে না। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ষড়িরিপু দশ ইন্দ্রিয়

ষড় রিপু দশ ইন্দিয়ে ভিতর বাহির বাধা রয়, একাদশের দুয়ার খুলে, জাগাও শ্রী রূপ সর্বময়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – দয়াল পূর্ণ শক্তিমান

দয়াল পূর্ণ শক্তিমান, করেন ভক্তেরও রক্ষণ, ঐ চরণ আশ্রয়ে ধন্য, করো এ জিবন। গুরুরূপ আশ্রয়ে রয় বাঁধা যার অন্তর।

সংগীত – মায়াময়ের তরে আনো মায়ার বাঁধন

মায়াময়ের তরে আনো মায়ার বাধন, শ্রী চরণ পানে যেন, থাকে সদা ধ্যান। প্রেমময় দয়ালেরে বাধিও প্রেমে, অনন্ত কালের তরে আপনও ধামে।

সংগীত – যদি পাইতে চাও প্রেমময়

যদি পাইতে চাও প্রেমময়, অনিত্য ত্যাজিয়া আজি চলো নিত্যতায়। ইন্দ্রিয় ছলানায়, কামেরও তাড়নায়, বাঁধা পড়ে আছো জগৎ মোহে।

সংগীত – মুক্তির মূলমন্ত্র দয়াল শরণ

মুক্তির মুলমন্ত্র দয়াল শরন, শ্রী চরণ বিনে নাই পাড়ের কারণ। অন্তর রাজ্যে বসে মায়া বিরহীনি, ধুঁকে ধুঁকে জ্বালে সদা অনল দাহিনী।

সংগীত – তারে পাবি যদি মন

তারে পাবি যদি মন, মনের গভীরে বাধো রাঙা শ্রী চরণ। একই মনের দুটি দিক ভালো আর মন্দে, বাঁধে তোমায় জগৎ মোহে সুখ নিরানন্দে।

সংগীত – শান্তির অমৃত ও রাতুল চরণে

শান্তির অমৃত ও রাতুল চরণে, আশ্রয় লাভে ধন্য করো এ জিবন। ভব সাগরের অনল ভেদী উঠে আসো মন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমার শ্রান্ত দেহ লুটিয়ে দিবো

আমার শ্রান্ত দেহ লুটিয়ে দিব, তোমার চরণ তলে, দিবস শেষে নিশার মাঝে, রূপ দেয়ালী জ্বেলে। সংগীত - লাবিব মাহফুজ

সংগীত – বীণানন্দিত মোহিত এ ধরণী

বীণা নন্দিত, মোহিত এ ধরণী, সুর সোহাগে আজ বাধা এ রজনী, সুর মোরে শুনাইল প্রাণের কথা, বাহিরে আনিল টানি হৃদয় বারতা

সংগীত – আমি প্রতিনিয়ত ভালোবাসি গো তোমারে

আমি প্রতিনিয়ত ভালো বাসি গো তোমারে। আমি প্রতি দিন গান লিখি, তোমারী সুরে। তোমার নুপুরেরও ছন্দে, নাচি প্রাণানন্দে, ফিরে ফিরে আসি তব স্বরণ বাসরে।

সংগীত – এ কাব্যতীর্থে স্বাগত সকলেরে

এ কাব্যতীর্থে, স্বাগত সকলেরে প্রাণের ভাষায় কথা কহিবারে -নিখিলের আদি প্রাণের দেউলে জ্বালিতে আরতীর ধূপশিখারে।

সংগীত – নিয়ত চরণে তব নিরত এ প্রাণ

নিয়ত চরণে তব নিরত এ প্রাণ, হে প্রভু, হে খোদা, আল্লাহ ভগবান। তব শ্রী চরণও সেবা করি প্রতিক্ষণ, এ তনু-মন-প্রাণ, করে সমর্পণ।

সংগীত – তব দাস হয়ে প্রভু

তব দাস হয়ে প্রভূ, রহিব নিতি আমি, তোমারই রাঙা শ্রী চরণে - আলোতে কি আধারে, নিকটে কি দূরে, সদাই রহিব প্রভু তোমারই ধ্যানে।

সংগীত – অন্তরে দিবানিশি পূজিবো তোমায়

অন্তরে দিবানিশি পূজিবো তোমারে, সঙ্গোপনে মোর হিয়ারও বাসরে। রজনীর চাঁদরে ঢেকে মোর পরিচয়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – জিবন প্রভাতে আসিলে সখা

জিবন প্রভাতে, আসিলে সখা, আধারের বিদারী প্রিয় মরমে আমার, এই দেউলে তোমার পূজার ডালি, স্বরণ রথে প্রভু সাজাবো আবার।

সংগীত – আজ স্বরণ পাড়ের এ কাননে

আজ স্বরণ পাড়ের এ কাননে, জাগে আমার কনক দেউল। নিরাভরন এ হৃদয় স্রোতে, অচ্যুত প্রাণ হয় ব্যাকুল । সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – কেনো দেখা দাও হে প্রাণনাথ

কেন দেখা দাও হে প্রাণনাথ, কেন দেখা দাও না, কেন রহ প্রাণে দিবানিশি সদা, আবার কেন রও না। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – জীবন্ত সরোবর মোহাম্মদী নূর নহর

জিবন্ত সরোবর মোহাম্মদী নূর নহর, সম্মুখে প্রবাহিত রয় নিশিদিন। এ কাওসার পেয়ে সদা, পিপাসা না মিটিলে, কোন জন্মে আর তোমার ফিরিবে সুদিন?

সংগীত – রাধা সম মোর আকুলও পরাণ

রাধা সম মোর আকুলও পরাণ, নিরবধী চাহে ঐ চরণও শরণ। তব কৃপা বারি মোরে করিও দান। সংগীত -লাবিব মাহফুজ।

সংগীত – আমি কি পারি তোমায় ভালোবাসিতে

আমি কি পারি তোমায় ভালোবাসিতে -দয়াল অসীম তব ঐ রূপ তোমার, ধরিতে আঁখিতে। মোর পাপী হিয়া। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – কোন ফাঁদে ফেলিলে মোরে

কোন ফাঁদে ফেলিলে মোরে হয়ে বেদরদী, আনিলে কোন মরন বিধুর স্বরণ সুতার নদী। সংগীত - লাবিব মাহফুজ

সংগীত – হবি যদি সহজ মানুষ

হবি যদি সহজ মানুষ, গুরু পদে থাকগে পড়ে -গুরুর চরণ ধরে রে মন, গুরুর চরণ ধরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ভজবি যদি গুরুচরণ

ভজবি যদি গুরু চরণ, গুরু গঞ্জে করো গমন। নিত্যধামে পরম গুরু, সদায় করে বিরাজন। সংগীত - লাবিব মাহফুজ