আপন ফাউন্ডেশন

Tag: ধর্ম

কবিতা – একত্ব

এতোটা পাষাণ তো নই আমি! এক, একক, অদ্বিতীয়, লা-শরীক, এসব তো আমি নই - ওগো মাবুদ! কবিতা - একত্ব। লাবিব মাহফুজ।

কবিতা – দোযখ থেকে বেহেশত

যখন, হাশরের কঠিনতম সময়ে, বিবর্ণ মুখমন্ডল সমূহ তটস্থ থাকবে ভয়ে! যখন - হিসাবের এক একটি মেরুতে দাড়িয়ে - কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – প্রভু সমীপে

অতি ক্ষুদ্র যে আমি! কি করে প্রভু - আমাতে ধরিবো তোমায়? সমুদ্রে শুধু উপলব্ধি মোর, অনন্ত ব্যাপিত যেজন, তারে ধরা নাহি যায়!

সংগীত – দেখ মন তৌহিদেরি নূর

দেখ মন তৌহিদেরি নূর, নূরসে খোদা নহে জুদা, হইয়াছে জহুর! ওরে মন দেখ এবার তৌহিদেরি নূর। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – দীল দরিয়ার পাড়ে

দীল দরিয়ার পাড়ে, ওজু করে পড়গা নামাজ - স্বরূপ রূপের ঘরে! ওরে সালাত সুধায় মত্ত হয়ে থাইকো রূপ নিহারে! লাবিব মাহফুজ।

সংগীত – গুরু সাধন বিনে কি আর

গুরু সাধন বিনে কি আর, সে ধন চেনা যায়, চিনলে আপন তীর্থভূমি, ওরে তীর্থঙ্করে দেয় পরিচয়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – তুমি স্বরূপ দয়াল

তুমি স্বরূপ দয়াল ধরি বিভূতি রূপ, আসিলে অরূপ হতে, আমারি কানন। আপনাতে হতে মত্ত, আপে নিরঞ্জন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – যেদিন মহাকালের ডাক আসিবে

যেদিন মহাকালের ডাক আসিবে, অকূল কূলে ধরতে পারি - সেদিন তুমি সহায় হইয়া, ত্বরাইও মোর জীর্ণ তরী। লাবিব মাহফুজ।

সংগীত – আমি বৃথাই ভ্রমি মক্কা কাশি

আমি বৃথাই ভ্রমি মক্কা কাশি, তীর্থ বৃন্দাবন! প্রভু আমার এশকে মাওলায়, রাজে সর্বক্ষণ! আমি বৃথাই ভ্রুমি তীর্থ বৃন্দাবন।

সংগীত – মানবীয় অজুদ মূলে

মানবীয় অজুদ মূলে, নারী পুরুষ করছে খেলা, আদমে তাঁর লীলা রে মন -আদমে তাঁর লীলা! মানব অজুদ এর খেলা। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আল্লাহর নূরে নূর তাজাল্লী

আল্লাহর নূরে নূর তাজাল্লী, মুহাম্মাদী নিশানা - নবী নূরে জগত গঠন করলেন রব্বানা। নূরে নূর তাজাল্লী - সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আলিফ লাম মীম তিনেরি ভেদ

আলিফ লাম মীম তিনেরি ভেদ, জগত জোড়া রয় গোপন - করো তত্ত্ব নিরুপণ রে মন, করো তত্ত্ব নিরুপণ। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বুঝবিরে শ্যাম আমার মতন

বুঝবিরে শ্যাম আমার মতন কাঁদবে যখন প্রাণ, ও তুই পথের ধুলায় লুটাইবি সোনার দেহখান। ও তোর সোনার দেহখান। লাবিব মাহফুজ।

সংগীত – আমি জন্মাবধি অপরাধী

আমি জন্মাবধি অপরাধী, আমার অপরাধের সীমা নাই, এই পাপী দেহ লইয়া আমি, কেমনে রাঙা চরণ চাই! লাবিব মাহফুজ। সংগীত।

সংগীত – তৃষ্ণা কভূ না মিটিবে মোর

তৃষ্ণা কভূ না মিটিবে মোর, আমি মরুর বুকে বালির প্রাসাদ - সাগর" বহু দূর! ‍তৃষ্ণা না মিটিবে মোর। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ও মাঝিরে

ও মাঝিরে, আমায় পার করিও অকূলও সাগরে। তুমি বিনা নাই আশা সংসারে। ও মাঝিরে। পার করিও অকূলও পাথারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – সখি আমি যমুনাতে যাবো

সখি আমি যমুনাতে যাবো, ঐ কালো জলে ঝাপ দিয়া সই - প্রাণখানি ত্যাজিবো! সখি আমি যমুনাতে যাবো। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – চরণ ধুলি পড়লে তোমার

চরণ ধুলি পড়লে তোমার কাবা আমার কেবলা হবে, তুমি বিনে আরশে আজীম দোযখ সম, অসার ভবে!

সংগীত – আর আমারে ভুলাইও না

আর আমারে ভুলাইও না, আপন বলে, আঁচল তলে - আর আমারে বাঁধিও না মা গৃহকোণে, মায়ার ছলে! সংগীত - লাবিব মাহফুজ। মা।

সংগীত – তব করুণায় প্রিয় বাঁধিও আমারে

তব করুণায় প্রিয় বাঁধিও আমারে, মায়াময়, শ্রীচরণ মায়ারও সাগরে। প্রিয়, তব করুণায়, বাঁধিও আমারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বলি নিমাই একটু দাড়া

বলি নিমাই একটু দাড়া, মায়েরে কি এমনি কাঁদায়, মায়ার বাধন ছিন্ন করে নিমাই, কোন খানে লুকায়! সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আনে ত্যাগের বিধান কুরবানি

আনে ত্যাগের বিধান কুরবানি, দূর করতে সব পশু প্রবৃত্তি, আত্মার গুণ হায়ানী। আনে ত্যাগের বিধান কুরবানি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – জানো মন এস্কেরই বিধান

জানো মন এস্কেরই বিধান, মাওলা হু শক্তিতে স্বয়ংকারে, সদা রয় চেতন! জানো মন এস্কেরই বিধান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি শুনি সদা বাঁশরী ধ্বনি

আমি শুনি সদা বাঁশরী ধ্বনি মন যমুনার পাড়ে, ওরে ডাকে কানু দিনরজনী আমার নামটি ধরে! ওরে কানু ডাকে নামটি ধরে। লাবিব মাহফুজ।