আপন ফাউন্ডেশন

Tag: সাহিত্য

কবিতা – পূজাঞ্জলী

মোর মানস মন্দিরে আঁকিয়াছি প্রিয়তব রূপ, দিয়া মোর নয়ন তুলি, জগতের সব শ্রী, সব প্রেম মায়া প্রীতি, নিত্য আনিয়া দিবো চরণে অঞ্জলী!

কবিতা – পূর্ণ করো মোরে

হে প্রভু, বিতরো তব মহাপ্রেম মোরে, সকল ভয় ক্রোধ ঘৃণা অপসারি, দাও মোরে দাও তব মহাপ্রেম সুধা দাও ভক্তি নত শিরে, তব শ্রীকর উজাড়ী।

কবিতা – নতুন প্রভাত

ঐ শোনা যায় তূর্য নিনাদ, প্রভাতি রণের হুংকার ধ্বনি, আসিতেছে নবরূপে মহাকালে ঐ, পাঞ্চজণ্য শঙ্খখানি! কবিতা - নতুন প্রভাত।

কবিতা – প্রভাত প্রার্থনা

চাঁদের আলো যেমন লুকায়, দিনের পসার টানি, তেমনি কি গো হিয়ার কথা, লুকাও অভিমানি! কবিতা - প্রভাত প্রার্থনা। লাবিব মাহফুজ।

কবিতা – বেনামী

রিক্ত আমায় রাখবে কি আর, সিক্ত করে ভালোবেসে, আমায় শক্তকরে বাঁধবে কি আর, পোক্ত তব বাহুর পাশে! কবিতা - বেনামী।

কবিতা – লীলাসাথী

আজো জাগে প্রাণে সেই পুরাতন অভিসার, সেই আদি অনুভব, ‘পরশপ্রত্যাশা’ প্রাণের টান কাছে আসিবার! হৃদে জাগে ইচ্ছা ভালোবাসিবার! লীলা।

কবিতা – পরশ

আমার হৃদয় বীণার তারে তারে, মরমে, প্রাণের অন্দরে - তোমার একটু পরশেই ঝংকৃত হয়, কত ভালোবাসা, কত সুর! লাবিব মাহফুজ।

কবিতা – বৃষ্টি

আজকের বৃষ্টিটা অন্যরকম! গভীর ব্যাথায় ব্যাথিত কারো - ডুকরে ডুকরে কেঁদে ওঠার মতো। কবিতা - বৃষ্টি। লাবিব মাহফুজ।

কবিতা – কবি

নাই বা হলাম কবি! নয়নে আমার ভাসে নিশিদিন অপরূপ তব ছবি! আমি নাইবা হলাম কবি। কবিতা - কবি। লাবিব মাহফুজ। কবিতা।

কবিতা – নিশিথের দীপ

আমি মেঘের সুরে গল্প বলি আধার রাতের কাছে! ভোর হবে না! তাই নিশিথে দীপ জ্বালি গো মিছে! কবিতা - দীপ। লাবিব মাহফুজ।

কবিতা – প্রতীক্ষা

ক্ষণকালের এ জন হারাইবে যবে, চিরকালের জন উঠিবে জাগি, আমিতো রয়েছি প্রতীক্ষায় তাহার, তারই প্রণয় পরশ লাগি। কবিতা।

কবিতা – ভয়

আর তো নাহি মোর ভয়। ধরিয়াছি তব শ্রীচরণ খানি - ডুবিবো না আর ভব দরিয়ায়। কবিতা - ভয়। লাবিব মাহফুজ।

কবিতা – অনন্ত আমি

আমি হিমালয় হতে চলেছি ফুকারি দখিনা সাগর পাড়ে, মানস সরোবরের মৌনী ঋষির ধ্যানমন্ত্র লয়ে শিরে। কবিতা - অনন্ত আমি।

কবিতা – দূরের সাথী

দূর নিশিথের সাথী হারা চাঁদ, দূর সাগরের পাড়ে, একাকী তুমি নিরালায় মোরে ডাকিছ বারে বারে! কবিতা - দূরের সাথী। লাবিব মাহফুজ।

কবিতা – চিরকালের প্রেম

তুমি নাই বা এলে, নিকটে আমার, থাকো দুরেই, দুর সুদুরে, তুমি না দিলে ধরা, নয়নে আমার, চোখের চাতক, থাকি সাগর পাড়ে। প্রেম।

কবিতা – নিশিথের দুরাশা

এমন করে প্রতিরাত জেগে থাকা। এমন করে কার যেনো প্রতিক্ষা করা, কোন দুরাগত প্রাণ কেঁদে যাবে আমার স্বপনে! আশা। কবিতা।

কবিতা – প্রকৃতির দান

নির্মলতার শিশির বিন্দু, ঝড়িছে প্রভাতের বুকে, মেঘের খেয়া আকাশে হাসিছে, সুখের দীপ্তালোকে। কবিতা - প্রকৃতি এর দান।

কবিতা – এখানেই পূর্ণ আমি

আমিতো স্রোতে ভেসে যেতে চাই নি! চেয়েছি নদী তীরে দাড়িয়ে স্রোতের চলে যাওয়া দেখতে। কবিতা - এখানেই পূর্ণ আমি। লাবিব মাহফুজ।

কবিতা – সর্বোতোপ্রায় বন্দীত্ব

অসহ্য, সর্বদিকে বিরাজিত এ বন্দীত্ব। উপরে আকাশ, নিচে মাটির এ পুরু দেয়াল -দৃষ্টির সিমানায় ঘেরা - কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – জোছনা

এ মধু জোছনা মৃদু সমীরের সরস ছোয়ায়, হারায় এ মন, হারানোর সুখে, অনিন্দ্য ধরার স্বপনও সুধায়। কবিতা - জোছনা। লাবিব মাহফুজ।

কবিতা – মহাকালের যাত্রা

আমি মহাকালে চলেছি মোর নিত্য পূর্ণতায়, অনন্তের এই অবিশ্রান্ত পথে, চলিয়াছি নিত্য স্বরূপ রথে, সৃষ্টি সকল লয়ে আপন সাথে

কবিতা – হৃদয়ের চাওয়া

প্রণিপাত মম পরম ও পানে, হৃদয়ে জাগো আমার নিত্য প্রভু, চিরমুক্তি বারতা আনো মোর তরে, জীবনে প্রকাশো মম বিধির বিভূ।

কবিতা – শাশ্বত সুন্দর তরে

অনন্তের যে অশ্রান্ত পথিক, এথায় এসেছে গো পথ ভূলে, দুরাকাশ হতে ধুমকেতু সম, আমার ভাগ্যরেখার কূলে। কবিতা। শাশ্বত সুন্দর।

কবিতা – কালার পিরীতি

পেঁখলু প্রিয় রূপ মধুময়, শ্যাম কালিয়া বরণে, মুই বিকাইলু হেন জীবন যৌবন, কানুরও পিরীতি চন্দনে। কবিতা - কালার পিরীতি।