আপন ফাউন্ডেশন

Tag: সাহিত্য

কবিতা – তোমা পানে প্রাণ

আমিতো চেয়ে আছি, আপনার পানে, অনিমেষ দৃষ্টিতে, আকুল আহ্বানে। অনন্তের পথে, দৃঢ় প্রত্যয়ও সাথে - পাইতে তোমারে, নয়নও পাতে। কবিতা।

কবিতা – আলোক পানে

নিয়ত চরণে তব নিরত এ প্রাণ, হে প্রভু, হে খোদা, আল্লাহ, ভগবান। নিয়ত চরণে তব নিরত এ প্রাণ। কবিতা - ভগবান। লাবিব মাহফুজ।

কবিতা – মহাকাল সন্দর্শন

মহাকালের বুকে মোর এ মহাজীবন, কেনো বারে বারে পিছু ফিরে চাওয়া - অতীত! সে তো প্রতিনিয়ত গড়িছে আমারে, আগামীর তরে অতি যতন করিয়া।

কবিতা – বরষা

এ অবিরাম বরষা! এমনও বাদলও ধারা! বৃষ্টির ছন্দে, আনন্দে এ মন, হইল আপন হারা। এ অবিরাম বরষা। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – বৃষ্টি

চপল প্রাণের মোর ব্যাকুল ধারা, নীল গগনের কোলে ছিল লুকায়িত, আজ কার যেনো পরশনে, খুলেছে দুয়ার, ঝড়িছে ফোটায় ফোটায়, বরষায়, অবিরত।

কবিতা – রথ

প্রেমের পরশে প্রথম যেদিন, জেগেছিল মোর প্রাণ, সেদিন হতে শুরু এ পথচলা, খুলেছিল সেদিনই বদ্ধ নয়ন। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – আগমন

জীবন প্রভাতে, আসিলে সখা, আধারও বিদারী প্রিয় মরমে আমার - এই দেউলে তোমার পূজার ডালি, স্বরন রথে প্রভু সাজাব আবার।

কবিতা – আমার অভ্যন্তর

আমার অভ্যন্তরে যে সুরম্য প্রশান্তিময় উদ্যান, যার সুঘ্রান ছড়িয়ে পড়ছে সপ্ত আকাশ, সপ্ত পাতালে - জগতের সকল প্রাণ, এ কাওসার

কবিতা – রহস্য

তোমার আসরার প্রভু সৃজনে এ প্রাণে, লুকায়ে অতি গোপনে খেলিছ এ খেলা - জানিতাম যদি সে অনন্ত লীলা প্রভু, তোমাতেই রহিতাম মগনও উতলা।

কবিতা – সমর্পণ

আমি ফিরে ফিরে আসি ঐ চরণ আলোয়, পতঙ্গ সম পুড়াতে নিজেরে অনস্তিত্বের মত্ততায়! ফিরে ফিরে আসি ঐ চরণ আলোয়। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – মরণ

আজ বিচূর্নিত মোর আপনত্ব, আমার সকল অভিপ্রায়, আজ নির্লিপ্ত মোর ইচ্ছা সকল। ধরার প্রতি ধুলি কণায়! কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – নির্মাণ

স্বরন পাড়ের এ কাননে, জাগে আশার কনক দেউল। নিরাভরন এ হৃদয় স্রোতে, অচ্যুত প্রাণ হয় ব্যাকুল। কবিতা - লাবিব মাহফুজ।

কবিতা – বিন্দু প্রণয়

ধরনীর প্রতি পাতায় পাতায়, লেখা ছিল যে নাম, যে জীবন অধ্যায়! কালের সকল বিন্দু বিন্দু দান - লিখেছিল মহাকাব্য বিধির খাতায়!

কবিতা – বন্ধন

অনন্তে হারাতে দিলে বাসনা হৃদয়ে, অসীমতার বন্ধনে বাধা কেনো ডানা? শূণ্যেরে করিতে পূর্ণ এ পথ চলায়, তোমার কিসের ভয়! এ যে মোর উলঙ্গ কামনা!

সংগীত – ভালোবাসিবো তোমায় জন্ম জন্মান্তরে

ভালোবাসিবো তোমায়, জন্ম জন্মান্তরে, শান্তি মুক্তি প্রভু, না চাই আমি কভূ, শুধু তুমি রহিও মোর, হৃদয় অন্দরে। লাবিব মাহফুজ।

সংগীত – ভবে শুদ্ধ যেজন তাঁর চরণে

ভবে শুদ্ধ যেজন তাঁর চরণে, নিত্য বহে শ্রী বৃন্দাবন, ঐ চরণের সাধন করিয়া, মুক্ত দেশে যাওরে মন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি শুনি তার চরণের ধ্বনি

আমি শুনি তার চরণের ধ্বনি, আমার মনের বৃন্দাবনে, সে যে ডাকে আমায় দিবানিশি, সজলও নয়নে। গান সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – তোমায় দু চোখ ভরে দেখবো নাগো আর

তোমায় দু চোখ ভরে দেখবো না গো আর। এতো ক্ষণকালের মোহ প্রিয় - এ চোখ থাকবে পড়ে কবরে আমার। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – হৃদয় হতে উঠো জেগে

হৃদয় হতে উঠো জেগে, আর কতকাল রইবে ঘুমে, আঁখি মুদি আধার ভাগে। এবার ‍উঠ হৃদয় হতে উঠো জেগে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – খোদারে পাইতে হলে

খোদারে পাইতে হলে, মানুষ চরণ কর সার, মানুষেতেই বিরাজিছে, পরম প্রভু নিরন্তর। খোদা রে পাইতে হলে মানুষ চরণ করো সার।

সংগীত – তোমা তরে যাবো আমি চিরকাল কাঁদিয়া

তোমা তরে যাবো আমি চিরকাল কাঁদিয়া, তোমা পানে চেয়ে চেয়ে, তোমারেই ভালোবাসিয়া। আঁখির সলিলে মোর তৃষাতুর চিরকাল যাবো

সংগীত – নির্জনে এ প্রাণে আসিলে যখন

নির্জনে এ প্রাণে আসিলে যখন, বসিলে হৃদয়ের ধ্যান চূড়া মাঝে, ধ্যানের মন্দিরে ঐ চরণ অটল, সদায় মধূর তানে নূপুর বাজে।

সংগীত – বন্দির মন্দিরে দেবতা তুমি

বন্দির মন্দিরে দেবতা তুমি, জাগিয়া জাগাও এ প্রাণ আমার, ভাসিয়া ভাসাও মোরে উছল যমুনায়, জাগো তুমি, জাগিবো আমি।

সংগীত – নিধি তব বিভু মোরে

নিধি তব বিভু মোরে করে দান, অফুরান - তব প্রেমের দীপ্তালোকে করিব গাহন।সংগীত - লাবিব মাহফুজ।