আপন ফাউন্ডেশন

Tag: সংগীত

সংগীত – আদি নূরে বিন্দু সৃজন

আদি নূরে বিন্দু সৃজন, বিন্দুতে হয় কূল কায়েনাত, বিন্দুর টানে সিন্ধু প্রকাশ, নুক্তাতে হয় সব মাখলুকাত। লাবিব মাহফুজ।

সংগীত – ছিল অখন্ড নূর নিরাকারে

ছিল অখন্ড নূর নিরাকারে, তথা হইতে পঞ্চকারে, প্রপঞ্চময় রূপ নিহারে হল রূপায়ন, পঞ্চতত্ত্ব মিশে হর এস্কের উদয়ন। লাবিব মাহফুজ।

সংগীত – দয়াল লীলা করে হাইয়্যূন দমে

দয়াল লীলা করে হাইয়্যুন দমে, তিন দ্বারেতে নবী রয় - আমি মূর্খ অতি সে রতিতে, না হল মোর জ্ঞান উদয়। লাবিব মাহফুজ।

সংগীত – লা ইলাহা ইল্লাল্লাহু হরদমে করো স্বরণ

লা ইলাহা ইল্লাল্লাহু হরদমে কর স্বরণ, কলেমা ব্রহ্মান্ড জোড়া রেখ ঈমান ও একীন। কলেমা ব্রহ্মান্ড জোড়া রেখ ঈমান ও একীন।

সংগীত – অখন্ড মূল পরোয়ারে

অখন্ড মূল পরোয়ারে, নূরের বেসাতী গড়ে, ঝংকারেতে তৈয়ার করে ব্রহ্মান্ড খানা - অনন্ত এশকের দরিয়ায় ভাসলেন রাব্বানা।

সংগীত – বস্তুতত্ত্ব আশ্রয় করে

বস্তুতত্ত্ব আশ্রয় করে, গুণের প্রকাশ মানুষে, গুণমনি পরোয়ারে, মানুষেতে রয় মিশে। সে মানুষেতে রয় মিশে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ত্বরা করে চল রে ওমন

ত্বরা করে চলরে ওমন আজমীরেতে চল, সেথা নিত্য বেশে ফুটে আছে গুলবাঁগিচার ফুল। ও মন আজমির এ চল। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – খাজা মোর সুলতানুল আউলিয়া

খাজা মোর সুলতানুল আউলিয়া, খাজা সুলতানুল আউলিয়া। তুমি পতিতেরে কর তারণ চরণ ধুলি দিয়া। খাজা। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – খাজা তুহি তো হিন্দেরও অলী

খাজা তুহিতো হিন্দেরও ওলী, কুতুবুল আরেফিন। সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন হাছান। খাজা ওলী। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – এই মানুষ হয় শ্রী কৃষ্ণের বাঁশি

এই মানুষ হয় শ্রীকৃষ্ণের বাঁশি, মন প্রেয়সী গোপীজন। সুরে সুরে ডেকে ফিরে নিত্য বৃন্দাবন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আর যেনো কেউ না লয় কৃষ্ণ নাম

আর যেনো কেউ না লয় কৃষ্ণনাম, সখিরে, ঐ নামে আছে দু:খের অনল, কলঙ্ক ভয় অবিরাম। আর যেনো কেউ না লয় কৃষ্ণ নাম। লাবিব মাহফুজ।

সংগীত – তুমি অনাদীর আদি চির নিত্য নিধি

তুমি অনাদীর আদি, চির নিত্য নিধি, রূপ গুন শক্তি নিয়ে রহ চিরন্তন - সকল নাম যে তোমারই নাম, তুমি নামহীন। লাবিব মাহফুজ।

সংগীত – আল্লা নাযিল হলো এই মানুষে

আল্লা নাযিল হলো এই মানুষে, পঞ্চতত্বে মিশে, সে বিশ্বরূপে রূপ মিশাইয়া, আছে মানুষ বেশে, মানুষ বেশে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – গাই পাঞ্জাতনের গান

গাই পাঞ্জাতনের গান, জগতকে করে উজালা, বিলাইলো ঈমান। গাই পাঞ্জাতনের গান, গাই পাঞ্জাতনের গান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি আকুল হয়ে চেয়ে আছি

আমি আকুল হয়ে চেয়ে আছি গো দয়াল, অকূলের কূল শ্যামরায় - দয়া করে ঘুচাও আমার, প্রেম বিরহের দায়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমার শূণ্য মন্দির রইল পড়ে

আমার শুন্য মন্দির রইল পড়ে, আইলো মাগো দয়াল চাঁন। পথের পানে চেয়ে দয়াল, কাটে আকুল দিনমান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – সাঁঝের প্রদীপ জ্বালাও দেহে

সাঁঝের প্রদীপ জ্বালাও দেহে দয়াল গুরুধন। উজল করো আত্মা আমার আধার করো দূরীপন। ওহে গুরুধন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – একি রূপের খেলা প্রভু

একি রূপের খেলা প্রভু, খেলিতেছে রূপ মহাজন, আমার স্বরূপ মাঝে রূপের বাজার, আছো চিন্ময় রূপে নিরঞ্জন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমায় ফিরাইয়া নাও তোমার দ্বারে

আমায় ফিরাইয়া নাও তোমার দ্বারে, এ সংসার জঞ্জাল হতে প্রভু - তুলে নিও মুক্ত করে। ফিরাইয়া নাও তোমার দ্বারে। লাবিব মাহফুজ।

সংগীত – ঐ রূপ হেরিয়া হইলাম আকুল

ঐ রূপ হেরিয়া হইলাম আকুল রে বন্ধু, নিঠুর বন্ধু শ্যামরায়, এবার তুমি যদি না হও আমার, প্রাণে বাচাঁ দায়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – হৃদয় হতে উঠো জেগে

হৃদয় হতে উঠো জেগে, আর কতকাল রইবে ঘুমে, আঁখি মুদি আধার ভাগে। এবার ‍উঠ হৃদয় হতে উঠো জেগে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমি যে এক পথের পথিক

আমি যে এক পথের পথিক, গন্তব্য মোর আর কতদূর, আমার এই ইহ জীবন কাটলো হেলায়, কবে পাবো দেখা প্রাণবন্ধুর। লাবিব মাহফুজ।

সংগীত – যারে দেখবো বলে হইলাম আকুল

যারে দেখবো বলে হইলাম আকুল, ফেললাম এতো নয়ন জল -সে নয়ন যদি মেলতাম একবার, দেখতাম হৃদয়ে তার লীলার ছল। লাবিব মাহফুজ।

সংগীত – আমি শুধু তোমায় চাই

আমি শুধু তোমায় চাই, শুধু তোমায় চাই। ঐ রূপ সুধা নয়নে ধরে, হবো পাগলীনি রাই। আমি শুধু তোমায় চাই। সংগীত - লাবিব মাহফুজ।