আপন ফাউন্ডেশন

Tag: তরিকত

সংগীত – মোরে দাও আবহায়াত

মোরে দাও আবহায়াত, যেন রহি দিনরাত, তোমার প্রেমও ভাবে ডুবে, দয়াল তুমি বিনা অন্য কিছু, না চাই আমি ভবে। লাবিব মাহফুজ।

সংগীত – মানুষ রতন করলে যতন

মানুষ রতন করলে যতন, তবেই মিলে নিরঞ্জন। ভক্তি ভরে সাধো তারে মন। ওরে, ভক্তি ভরে সাধো তারে মন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – রাখ তোমার চরণ ও পরে দয়াল দরদীয়া

রাখ তোমার চরণ পরে, দয়াল দরদীয়া। দিয়া মোর তনু মন প্রাণ, চাই ঐ চরণে শরণ, চাই মরমে আসীন হও, ওগো মরমীয়া। লাবিব মাহফুজ।

সংগীত – দয়াল গুরু গো দাও সুমতি অন্তরে

দয়াল গুরু গো, দাও সুমতি অন্তরে, সদা যেনো স্বরণ তোমার, রহে হৃদয় মন্দিরে। দয়াল গুরু গো। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – প্রেম সাগরে ডুবে যেজন

প্রেম সাগরে ডুবে যেজন, আসমান হতে আহার পায়, সে উর্ধ্বমুখী, চিত্তসুখী, প্রেমানন্দে মগ্ন রয়। প্রেম আনন্দে মগ্ন রয়।

সংগীত – পরমাত্মা যোগে যেজন

পরমাত্মা যোগে যেজন, এ ধরাতে করেন বাস, তার মানবও সুরতে খোদা, নিত্যকালে হয় প্রকাশ। সংগীত - লাবিব মাহফুজ। পরমাত্মা।

সংগীত – খোদেতে বিরাজে খোদা

খোদেতে বিরাজ খোদা, চিন তারে আত্মজ্ঞানে - ব্রহ্মশক্তি স্বরূপ সনে, উদয় হয় মানব কাননে। খোদেতে বিরাজে খোদা। লাবিব মাহফুজ।

সংগীত – আঁখিবানে দিশাহারা হলাও দিওয়ানা

আঁখিবানে দিশাহারা হলাম দিওয়ানা, প্রবোধহীন এ মনের বেদন, বাঁধন মানেনা। ঐ আঁখিরও বিষের জ্বালা। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমার দেহের মন মন্দিরে

আমার দেহের মন মন্দিরে, তোমার পূজার অধিষ্ঠান, আরতীর ফুলে জলে, তোমার রূপ বর্তমান। সংগীত - দেহের মন মন্দিরে। - লাবিব মাহফুজ।

সংগীত – নির্জনে এ প্রাণে আসিলে যখন

নির্জনে এ প্রাণে আসিলে যখন, বসিলে হৃদয়ের ধ্যান চূড়া মাঝে, ধ্যানের মন্দিরে ঐ চরণ অটল, সদায় মধূর তানে নূপুর বাজে।

সংগীত – আমার দীলের সিংহাসনে

আমার দীলের সিংহাসনে, তোমার চরণ রাখিব, পূজিবো ঐ শ্রীচরণ গো, তোমারই সুর সাধিবো। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বন্দির মন্দিরে দেবতা তুমি

বন্দির মন্দিরে দেবতা তুমি, জাগিয়া জাগাও এ প্রাণ আমার, ভাসিয়া ভাসাও মোরে উছল যমুনায়, জাগো তুমি, জাগিবো আমি।

সংগীত – এসে প্রভু হৃদ মাঝারে

এসে প্রভু হৃদ মাঝারে লুকালে আবার, আঁখিনীড়ে বারিস্রোতে খুঁজবো কত আর। পরান ও মেলিয়া ধরে, ও রাঙা চরণ ও পরে। সংগীত।

সংগীত – কত আর আঁখিবারি রাখা যায় চাপিয়া

কত আর আঁখিবারি রাখা যায় চাপিয়া, ফেলে মোরে এ দূরবনে, লুকলে গো প্রিয়া। কত আর আঁখিবারি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – বাঁধো তারে দৃষ্টিতে একান্ত সংগীতে

বাধো তারে দৃষ্টিতে, একান্ত সংগীতে, সৃষ্টির প্রতি পলে পলে, অনুধ্যানে, আবরণে, হৃদয় মূলে। সংগীত - লাবিব মাহফুজ

সংগীত – আসে যে গো নিশি মাঝে

আসে যে গো নিশি মাঝে, সুরের ই সুধায়, হারায় কেন ভোর বেলা সে, লুকানো হিয়ায়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – অখন্ড সে গোলোক ধামে

অখন্ড সে গোলোক ধামে, নিত্য প্রেম হয় প্রতিষ্ঠিত, যেথায় নিরবধী অখন্ড কাল, একক প্রেমে হয় এক স্থিত। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – সকল রূপের আধার প্রভু

সকল রূপের আধার প্রভু, গুণের প্রকাশ এ ধরায়, তোমার মাঝেই বিশ্বলীলা, তোমার তরেই সর্বময়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – নিগুঢ় প্রেমের আচার কেমন

নিগুঢ় প্রেমের আচার কেমন, শিখাও মোরে দয়াল হরি। নূর কে বিভাজন করে, কোন রূপে হও অবতারি। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – সাধ্য যে জন সাধতে তারে

সাধ্য যে জন সাধতে তারে, সাধ হয় আমার অন্তরে, কৃপা করে দয়াল আমায়, লও কবুল করে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – রাসুল আছে জগৎ জোড়া

রাসুল আছে জগত জোড়া, নূর মোহাম্মদ দীপ্তকারে, চিনে নিও তারে রে মন, চিনে নিও তারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – মুহাম্মদী নূরের আলোয়

মুহাম্মদী নুরের আলোয় আত্মা যখন হয় উজ্জল, সেই আত্মার করিলে দর্শন তখন মেরাজ হয় কবুল। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – চাও যদি মন তারে

চাও যদি মন তারে, আগে চিন আপনারে, ও তোমার আপনত্বেই সে রূপ নিত্য বিরাজও করে। তুমি চাও যদি মন তারে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – তুমি সন্ধান করো কার

তুমি সন্ধান করো কার, অহেদ দর কাছারাত তুমিই, মাখজানে আসরার। তুমি সন্ধান করো কার। সংগীত - লাবিব মাহফুজ।