আপন ফাউন্ডেশন

Tag: তরিকত

সংগীত – কত নির্ঘুম রজনী পোহায়

কত নির্ঘুম রজনী পোহায়, তোমার চরণ বন্দনায়, আমি আঁখির সলিলে রচি গান প্রভু, তোমার স্বরণে বেদনায়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আপন ভূলে প্রাণের মূলে

আপন ভুলে প্রাণের মূলে, তারে বাধতে যেজন পারে, সেই তো পায় ঐ শ্রীচরণ, ভাব দরিয়ার তীরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – জাত সিফাতের সম্মিলনে

জাত সিফাত এর সম্মিলনে, মানুষ হয় ধরায় প্রকাশ। কুল্লু জাতে, এই মানুষে, পরম প্রভূ হয় উদ্ভাস। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – সে না এলে মোর মন মন্দিরে

সে না এলে মোর মন মন্দিরে, কেমনে বাঁচে আমার চাতক প্রাণ। বলো কবে আসবে বন্ধু, মন হারিনী কাঁলাচান। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – এথায় সব তারাদের মিলন মেলা

এথায় সব তারা দের মিলনমেলা, কালের কক্ষপথে, এসেছি সবাই গড়িতে নবলোক, সৃষ্টির মহারথে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – প্রভু সত্য মিথ্যার বাঁধন নাহি চাই

প্রভু সত্য মিথ্যার বাধন নাহি চাই। আমি ভালো মন্দের উর্ধ্বে যেনো, নিজেরে হারাই। সংগীত - লাবিব মাহফুজ

সংগীত – প্রিয় মোর কাব্যতীর্থে

প্রিয় মোর কাব্যতীর্থে, কবিতার রূপ ধরে, সৌন্দর্য্য তব বিকশিত করো, কবিতায়, অন্তরে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – দয়ালের শ্রীচরণ নিরিখে বসে

দয়ালের শ্রী চরণ নিরিখে বসে, ধ্যান নেত্রে প্রেমাবেশে - অহর্নিশি স্মরণ রসে, বিভোর হলে আত্মময়। দয়াল তখন প্রেমস্বরূপে, হৃদয় পদ্মে হয় উদয়।

সংগীত – তোমারী সুরে আমি গেয়ে যাই গান

তোমারী সুরে আমি গেয়ে যাই গান, আমার সকল রূপে-গুণে প্রভু - তুমিই মূর্তমান। তুমিইতো ধরার প্রভু সকল প্রকাশ। লাবিব মাহফুজ।

সংগীত – এই মানুষের চরণ তলে

এই মানুষের চরণ তলে, পাবি মধুর বৃন্দাবন। মানুষ তত্ত্ব করো অন্বেষণ। দয়াল প্রেমময়ও রূপ ধরিয়া, মানুষেতে রয় জাগিয়া। লাবিব মাহফুজ।

সংগীত – ধ্যানের দেবতা যেজন

ধ্যানের দেবতা যেজন, হৃদয়ে তোর বাস করে, পথে পথে সারাজিবন, খুঁজলে কি আর পাবি তারে? সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – অনাদী অনন্ত প্রভু মহিমা অপার

অনাদী অনন্ত প্রভু মহিমা অপার, মানুষে মিলাইলে প্রভু প্রেমেরও বাজার। মানুষ মোহনায় এসে, অসীম প্রভু সীমায় প্রকাশে। লাবিব মাহফুজ।

সংগীত – দয়ালের শ্রীচরণে লইলে শরণ

দয়ালের শ্রী চরণে লইলে শরণ, শান্তি পাবি, মুক্তি পাবি, ওরে আমার মন। দয়াল তো অনন্ত সাগর, সে দরিয়ার নাইরে কিনার। লাবিব মাহফুজ

সংগীত – মুহাম্মদ কে না চিনিলে

মুহাম্মদ কে না চিনিলে, ইসলাম মানা হবে না, চিনে নাও সে শাশ্বত রূপ, মুহাম্মদী নিশানা। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – নিতি ফিরে আসি তব চরণে

নিতি ফিরে আসি তব চরণ এ । অনাদী তব আলোক ধামে প্রতিক্ষণে, জিবনে, প্রতি-মরণে। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – মনরে বারে বারে বলি আমি

মনরে বারে বারে বলি আমি, দয়াল নামটি ছেড়োনা, সে নাম বিনে জগতে আর, মুক্তির উপায় রবে না। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – ষড়িরিপু দশ ইন্দ্রিয়

ষড় রিপু দশ ইন্দিয়ে ভিতর বাহির বাধা রয়, একাদশের দুয়ার খুলে, জাগাও শ্রী রূপ সর্বময়। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – দয়াল পূর্ণ শক্তিমান

দয়াল পূর্ণ শক্তিমান, করেন ভক্তেরও রক্ষণ, ঐ চরণ আশ্রয়ে ধন্য, করো এ জিবন। গুরুরূপ আশ্রয়ে রয় বাঁধা যার অন্তর।

সংগীত – মায়াময়ের তরে আনো মায়ার বাঁধন

মায়াময়ের তরে আনো মায়ার বাধন, শ্রী চরণ পানে যেন, থাকে সদা ধ্যান। প্রেমময় দয়ালেরে বাধিও প্রেমে, অনন্ত কালের তরে আপনও ধামে।

সংগীত – যদি পাইতে চাও প্রেমময়

যদি পাইতে চাও প্রেমময়, অনিত্য ত্যাজিয়া আজি চলো নিত্যতায়। ইন্দ্রিয় ছলানায়, কামেরও তাড়নায়, বাঁধা পড়ে আছো জগৎ মোহে।

সংগীত – মুক্তির মূলমন্ত্র দয়াল শরণ

মুক্তির মুলমন্ত্র দয়াল শরন, শ্রী চরণ বিনে নাই পাড়ের কারণ। অন্তর রাজ্যে বসে মায়া বিরহীনি, ধুঁকে ধুঁকে জ্বালে সদা অনল দাহিনী।

সংগীত – তারে পাবি যদি মন

তারে পাবি যদি মন, মনের গভীরে বাধো রাঙা শ্রী চরণ। একই মনের দুটি দিক ভালো আর মন্দে, বাঁধে তোমায় জগৎ মোহে সুখ নিরানন্দে।

সংগীত – শান্তির অমৃত ও রাতুল চরণে

শান্তির অমৃত ও রাতুল চরণে, আশ্রয় লাভে ধন্য করো এ জিবন। ভব সাগরের অনল ভেদী উঠে আসো মন। সংগীত - লাবিব মাহফুজ।

সংগীত – আমার শ্রান্ত দেহ লুটিয়ে দিবো

আমার শ্রান্ত দেহ লুটিয়ে দিব, তোমার চরণ তলে, দিবস শেষে নিশার মাঝে, রূপ দেয়ালী জ্বেলে। সংগীত - লাবিব মাহফুজ