আপন ফাউন্ডেশন

অনুকাব্য সমূহ

অনুকাব্য – যেদিন শূণ্য বীণা বাজবে আবার

যেদিন শূণ্য বীণা বাজবে আবার, ভগ্ন দেউল সাজবে আবার, রাঙবে আবার নতুন উষা, নূতনাদিত্য নব প্রাণ - আমিও সেদিন নতুন স্রোতে, ভাসাবো মোর তরীখান!

অনুকাব্য – আমি ছুটিবো তোমা পানে

আমি ছুটিবো তোমা পানে, শত জন্মে, শত মরণে। যতই বাধুক মোরে ধরার মায়া, আমি টুটিবো নির্মোহে সব পাষান কায়া, শুধু ফিরিবো তোমার সন্ধানে

অনুকাব্য – বোধির দ্বারে দাড়াও প্রভু

বোধির দ্বারে দাড়াও প্রভু, বন্ধন আনো বাসনায়, তুমি বিনা অন্য যেনো, হৃদয়ে না হয় উদয়। অনুকবিতা। লাবিব মাহফুজ। আপন খবর।

অনুকাব্য – হে মোর সুরসাকী

হে মোর সুরসাকী, তব প্রেমও সুরে, উজল করিও, আমার উছল আঁখি। আসিও আমার হৃদয় পাতে, হৃদি পেয়ালায় প্রণয় সাথে - আপন খবর।

অনুকাব্য – হে মোর ভগবান

হে মোর ভগবান, তব প্রেমও রূপ শিখা জ্বালো মম প্রাণে, মোরে নিত্য পরশ করো দান। হে দয়াময়, মহীয়ান। লাবিব মাহফুজ। আপন খবর।

অনুকাব্য – ভেদী কংস কারার দ্বার

ভেদী কংস কারার দ্বার, এসো নব যুগাবতার – এসো অস্তিত্বে, বিপুল সংগ্রামে, হস্তে ধরি - জুলফিকার! লাবিব মাহফুজ।

অনুকাব্য – অঞ্জলী মোর না ফিরাইও

অঞ্জলী মোর না ফিরাইও আর, না ভাঙ্গিও মোর, সাধ-অধিবাস - অন্তিক অপাঙ্গে মোর রহিও অবিরল, অর্হ-প্রণয় সাথে, হৃদে অহর্নিশ!

অনুকাব্য – মাতাল করে দে আমারে

মাতাল করে দে আমারে, রূপের শারাব দিয়া, ঐ ডাগর আঁখির নেশার বাণে, বিধুক আমার হিয়া। অনুকবিতা - আপন খবর। লাবিব মাহফুজ।

অনুকাব্য – হে সাকী মোরে পিলাও শারাব

হে সাকী মোরে পিলাও শারাব, এসেছি আজ তব নিকুঞ্জ-বনে, ত্রিভঙ্গ রূপে তব এ দীল শাদাব, বিমোহিত হলাম ঐ নয়ন বানে। আপন খবর।

অনুকাব্য – এশকের অনল দিবানিশি জ্বলে

আমার মনের বনে শ্রী বৃন্দাবন, রাধার চরণ হৃদয় পুরে, কালের খেয়া প্রাণ যমুনায়, অনুরাগের সপ্তসুরে। লাবিব মাহফুজ।

অনুকাব্য – আনন্দ আজ সিক্ত প্রাণে

আনন্দ আজ সিক্ত প্রাণে, রিক্ত পথে ধুলায় মেশে, তবু জীবন দূর অনন্তে, কোন সে সুখে যাচ্ছে ভেসে। অনুকাব্য - লাবিব মাহফুজ।

অনুকাব্য – তুমিতো প্রেমিক প্রতিটি প্রাণের

তুমিতো প্রেমিক প্রতিটি প্রাণের, প্রতি জীবনের একান্ত আপন, তোমার তরে প্রতি অনু পরমানু, স্বেচ্ছায় ত্যাজিছে আপন বাঁধন।

অনুকাব্য – দেখবি যদি সে রূপ সুন্দর

দেখবি যদি সে রূপ সুন্দর, আয় না প্রেমিক দলে, সে মহিমা সদায় থাকে, প্রেমের ছায়া তলে। অনুকাব্য - আপন খবর। লাবিব মাহফুজ।

অনুকাব্য – সত্ত্বা জুড়ে প্রেম বিরাজে

নাইবা এলে ঘরে, হৃদয় বাসরে তুমি, জাগ্রত নিশিদিন, নাইবা পেলাম তোমার বাহুর অন্দরে, হৃদয় মন্দিরে তুমি আছো অন্তহীন।

অনুকাব্য – এক বাসাতে দুটি পাখি

এক বাসাতে দুটি পাখি, রহে কত মাখামাখি, এক হৃদয়ের তলে থাকি, কত জন্মের ব্যাবধান -কবে তারে পাবো সখি, বাঁচেনা যে প্রাণ।

অনুকাব্য – মন সাজিবে গো আজ

এতো প্রভু প্রেম, সারা নিশি জেগে, আঁখিজলে লেখা তার গান, এতো চিরজনমের পাওয়া, জনমে জনমে, অমৃত কুঞ্জে বেঁধে রাখা প্রাণ।

অনুকাব্য – মনের মানুষ বাঁধা মনে

মনের মানুষ বাঁধা মনে, অচ্যুত রূপ নিশিদিনে, রয় অনন্ত হৃদাসনে, স্বরূপ গুরুর রূপ নিহার। অনুকাব্য - লাবিব মাহফুজ। আপন খবর।

অনুকাব্য – আমিও জেগে থাকি

আমিও জেগে থাকি, অপলক চোখে আঁকি, নিরবতার শুণ্যতায় স্মরণ তোমার, প্রতি রাত জেগে পোহাই বিরহ বাসর। অনু কবিতা। লাবিব মাহফুজ।

অনুকাব্য – অন্তরতম হে অন্তরে বসি

অন্তরতম হে অন্তরে বসি, অনন্ত রুপ দাও দরশন, হেরিব সে রূপ বলে আকুল তিয়াসা, আকুন্ঠ মগনও মোর প্রাণ। অনুকাব্য।

অনুকাব্য – কোথা লুকালে হে নাথ

কোথা লুকালে হে নাথ, এ প্রাণ করে চুরি, কোন দুর’বনে আর খুঁজিবো তোমায়, হারানো মোর পরাণ ছাড়ি! আপন খবর। লাবিব মাহফুজ।

অনুকাব্য – আমার মনের বনে শ্রী বৃন্দাবন

আমার মনের বনে শ্রী বৃন্দাবন, রাধার চরন হৃদয় পুরে, কালের খেয়া প্রাণ যমুনায়, অনুরাগের সপ্তসুরে। আপন খবর। লাবিব মাহফুজ।

অনুকাব্য – আমার আমিত্বের কারাগার

হারানো হিয়া'টি জানে -আমার সকল নিবেদন প্রভু - তোমার শ্রীচরণে! আ্যধাত্মিক লেখালেখির প্লাটফর্ম। লাবিব মাহফুজ। আপন খবর।

অনুকাব্য – হৃদয় যদি আকুল হয়

হৃদয় যদি আকুল হয়, বাহির কি আর বাঁধে, সকল কাজই পূণ্য হেথা, যেথা পরাণ তারে সাধে। অনুকাব্য। লাবিব মাহফুজ। আপন খবর।

অনুকাব্য – নৈকট্যের অভিশাপ

নৈকট্যের অভিশাপে, আমি দূরত্ব ভিক্ষা করি, আর পদ্মা যমুনা নয়, এবার নর্মদা, গোদাবরী! অনুকাব্য। অভিশাপ। লাবিব মাহফুজ।

অনুকাব্য – বুকে বাজে ‍উজানবাঁশি

দিনশেষে ঘরে ফেরা ক্লান্ত পাখিটির মতো, অপরিচিত পৃথীবি থেকে ফিরে আসে প্রাণ! আপন খবর। অনুকাব্য। লাবিব মাহফুজ।

অনুকাব্য – কতটুকু ব্যাথা মোর

হাসিটু্কু জানে আমি কতটুকু ক্ষত, লুকায়ে রাখি এই বুকে অবিরত! কতটুকু ব্যাথা মোর, নিশুতিরাত জানে, হারাহিয়া জানে মোর, সমর্পণের মানে!

অনুকাব্য – এক প্রতীক্ষার অবসানে

যদি ভালোবেসে হই পাপী, কে বলে এ পাপ? এ পাপ মুলুকে, আমি সকলেরে যাবো ছাপি! অনুকাব্য - লাবিব মাহফুজ চিশতী। আপন খবর।

অনুকাব্য – তীব্র দুঃখের দহন

সুখবিলাসী জীবন আমি চাইনা কোনো দিন, দিও তীব্র দুঃখের দহন আমায়, ভেজা দুনয়ন! অনুকাব্য - লাবিব মাহফুজ চিশতী। আপন খবর।

অনুকাব্য – নয়ন যদি ঝড়ে গো

মনের বাঁধনে যারা বাঁধা পড়ে আছো, আত্মার মহিমা তারা দেখিবে কি করে? মনের বন্ধন থেকে আগে মুক্ত হও, তবেই আত্মজ্ঞান প্রকাশিবে, ভেতর বাহিরে।

অনুকাব্য – যে তুমি রয়েছো আপনায়

কে তুমি? প্রকাশিছ নিজেরে, ধরার সকল বিচিত্রতায়, কে তুমি, খুঁজো আপনারে, যে তুমি রয়েছো আপনায়। লাবিব মাহফুজ চিশতী।

অনুকাব্য – সামান্য এ জিবন তোমার

আপনও গতিতে চলো আপনও পথে, সংস্কার সকলের পারায়ে দ্রুত, আপন অন্তরে খুঁজো আপনার ধন, তবেই প্রকাশিবে তার স্বরূপ মাহাত্ম্য।

অনুকাব্য – পরম প্রভুর দুয়ারে যে প্রাণ

নির্মাণ করো তব জীবন প্রদীপ, আধারের হোক অবসান, তাকাও আপন স্বরুপ পানে, খুলিয়া ধ্যানের চেতন নয়ন। লাবিব মাহফুজ।

অনুকাব্য – শাশ্বত চল্লিশ

শাশ্বত চল্লিশ মোকামে, কোরান প্রাপ্তি হয় নবীর, আদি অন্তের নিখিল বাণী, নবী বাক্যে হয় প্রচার। অনুকাব্য - লাবিব মাহফুজ।

অনুকাব্য – কোরান কালাম রূপক বাণী

মরফিয়া ডোজড জাতির তরে, কি বলবো আর নতুন করে, মাতাল দলের পাতাল খানায়, মরুক ওরা জীবন ভরে। জাতি। লাবিব মাহফুজ।

অনুকাব্য – জাগ্রত করো অনন্ত প্রাণ

পবিত্র মোর পরম আত্মায়, মহামিলন যাঞ্চা মোর, তোমার চরণ পরশ সুধায়, মৃত প্রানের জীবন ভোর। অনুকাব্য মহা মিলন। লাবিব মাহফুজ।

অনুকাব্য – সদ্গুণের আশ্রিত যারা

সদ্গুনের আশ্রিত যারা, তার নাই চিন্তা পারাবার, অকূল তুফান নিমেষ সুধায়, তরঙ্গ ভেদী হবে পার। অনুকাব্য - লাবিব মাহফুজ।

অনুকাব্য – জ্ঞান মহিমা

জ্ঞান মহিমার বকুল গোলাপ, ছড়ায় সুবাস কাননে, ভ্রমরা সকল মত্ত তাতে, প্রাণ জুড়াতে তার ধ্যানে। অনুকাব্য - লাবিব মাহফুজ।

অনুকাব্য – যে পথে শাশ্বত কল্যাণ

ইয়া আলী মুশকিল কুশা, আরব ভূমির পূণ্য বর, তোমার চরণে পেল মরু সাহারা, নিত্য জ্ঞানের জলধর। অনুকাব্য কবিতা। লাবিব মাহফুজ।

অনুকাব্য – প্রণয়ে যেজন নত

আজো জাগে তৃষা, বিষ-বাণ, শোণিত ধারার পিছল পথে, বিষ-জরজর, যাতনা রথে, চলেছ - অমলিন! হাসনাইন। কবিতা - লাবিব মাহফুজ।

অনুকাব্য – চোখের জলে গড়া সুন্দর

আমার চোখের জলে গড়া সুন্দর, দেবতা যে তুই! ধ্যানের কনক কানন উজল করা, প্রাণবন্ধু যে তুই! অনুকাব্য - লাবিব মাহফুজ।

অনুকাব্য – বোধির দ্বারে দাড়াও দয়াল

লাবিব মাহফুজ - আমি ছুটিবো তোমা পানে, শত জন্মে শত মরণে। যতই বাধুক মোরে ধরার মায়া, আমি টুটিবো নির্মোহে সব পাষান কায়া -

অনুকাব্য – আমি জন্ম জন্মের পিপাসিত

যেজন মজেছে সখি কালার পিরিতে, মহাভাবের ভাবুক সেজন, ভাবসাগরে রয় নিমজ্জন, প্রেম অগ্নি বান ঝরে সদা, তার নয়ন পাতে

অনুকাব্য – তোমারে পাই যদি

আপনার পানে ফিরে চাও মন, তব হৃদয়ের মানমন্দিরে, চিরকালের গ্রন্থ সেথা করে বিরাজন, পাঠ করো তারে, দিব্যনজরে। - লাবিব মাহফুজ

অনুকাব্য – ধরাতে তুমি অনন্ত জ্যোতি

অনুকাব্য - হে মোর ভগবান, তব প্রেমও রূপ শিখা জ্বালো মম প্রাণে, মোরে নিত্য পরশ করো দান। হে দয়াময়, মহীয়ান। - লাবিব মাহফুজ

অনুকাব্য – সে এক অপার আকাশ

চাই পথের ধারের পান্থশালা, ভর পেয়ালা, শারাব -সাকী! চাই না যেতে মন্দির মসজিদ, লোভের বুলি! প্রেমের ফাঁকি! - লাবিব মাহফুজ

অনুকাব্য – বাঁধি আমি কোন মোহনায় ঘর

বাঁধি আমি কোন মোহনায় ঘর! কেনো জনম জনম আসি আমি, শত দুঃখ সুখে ভাসি – এইতো আমার পরম তীর্থ, আমি আমার পর! আমায় আমি খুঁজে ফিরি খুঁজি আমার ঘর।

অনুকাব্য – তুমি দেখা দিবে বলে

মাতাল করে দে আমারে, রূপের শারাব দিয়া, ঐ ডাগর আঁখির নেশার বাণে, বিধুক আমার হিয়া। লাবিব মাহফুজ

অনুকাব্য – প্রাণের ঈশ্বরত্ব বোধ

প্রাণ এর ঈশ্বরত্ব বোধ জাগাইতে চাও? নিজেরে ত্যাজিয়া, মন সুভাবে মাতাও। চির নিত্য পরমাত্মা প্রাপ্ত হতে হলে, দয়াময়ের স্বভাব ধরো হৃদি অন্তঃস্থলে।

অনুকাব্য – পাঠ করো মন আপন দর্পণ

পাঠ করো মন আপন দর্পণ, হৃদ কাবায় যার রয় নিশান, দীল দরিয়ার অতল তলে, হেরা গুহায় রয় কোরান। লাবিব মাহফুজ

অনুকাব্য – গুরু পানে চলো পাগল মন

যুগল চরণ পাইবার আশে, যে বাধা রয় গুরুর দেশে, দয়াময় তার উদ্দেশ্যে, নাযিল করে প্রেমরতন, গুরু পানে চলো পাগল মন।

অনুকাব্য – প্রেমের খেলায় গেলাম হেরে

যদি ভালোবেসে থাকি, নাইবা কাছে এলে, ভালোবেসে গড়বো তোমায়, আমার পলে পলে। নাইবা তুমি এলে – লাবিব মাহফুজ

অনুকাব্য – প্রাণ মহিমার অতল সাগর

প্রাণ মহিমার অতল সাগর, যে নাবিকে দেয় পাড়ি, পায় সে প্রাণের শাখায় শাখায়, শাশ্বত প্রেমের নিত্যবারি। - লাবিব মাহফুজ

অনুকাব্য – মরিবার বড় সাধ জাগে

যার সত্ত্বা জুড়ে প্রেম বিরাজে, দৃষ্টি মাঝে প্রেমের স্রোত, জগত তাহার হয় বৃন্দাবন, ধরার ধূলায় বয় জান্নাত। - লাবিব মাহফুজ

অনুকাব্য – এ জিবন নয়তো সুদূর

এতো প্রভু প্রেম, সারা নিশি জেগে, আঁখিজলে লেখা তার গান, এতো চিরজনমের পাওয়া, জনমে জনমে, অমৃত কুঞ্জে বেধে রাখা প্রাণ।

অনুকাব্য – বিচিত্র তব সৃষ্টি লীলা

দৃষ্টি পথে তব হে মহিয়ান, বিচিত্র তব সৃষ্টি লীলার মাঝে মেলিয়া নয়ন, অবাক বিস্ময়ে, মুগ্ধ চাহনী তব ফিরিছে মম দ্বারে, জানি অপলক নেত্রে তুমি

অনুকাব্য – সিক্ত যে আজ মরণ সুধায়

জীবন প্রাণের রুধির ধারায়, সিক্ত যে আজ মরণ সুধায়, তিলে তিলে গড়ে তোলা জীবন প্রাসাদ, ধুলায় লুটায়ে আজ - লভিতেছি নব স্বাদ।

অনুকাব্য – আমি চিনেছি আপনারে

চির বিচিত্রার অবসান আমি, চাইনা হেন ধামে, স্তব শুধু আমারে তুমি, রাখিও স্ব-সিদ্ধ প্রণামে।

অনুকাব্য – আমি মিলিব তোমা সনে

নামে যাহার এতো সুধা, না জানি তার রূপটি কেমন! সে সুর সাগরে ভেসে বেড়ায়, রূপ সাগরে আসবে কখন?

অনুকাব্য – চৈতন্যের পানশালা

নফস এজিদের বশ্যতা না মেনে, হোসাঈন সম হায়, আপনারে বিলাও গুরুর শ্রীচরণে, মরণ কারবালায়।

অনুকাব্য – এ রজনীর সাগরতীরে

ভুলিয়াছি পথ, আমার পূর্বরথ, ফিরিবো কি ফের, আমি'র দ্বারে?এযে ভগ্নদশা, শুধু যাওয়া আসা, জিবনে মরণে, বাধিতেছে মোরে…

অনুকাব্য – সৃষ্টি স্বর্গের পথ

এ চাওয়া প্রভু তোমার তরে, হারাবো না আর কালের খেয়ায়, অনন্ত তোমার অখন্ড ধামে বাধিয়া রাখ ঐ চরণ মায়ায়।

অনুকাব্য – স্বর্গীয় সুখের বেদনা

স্বর্গীয় সুখের বেদনায়, নীলাভ বদন মোর রহে নিত্য বিষাদময়। যেজন করে সদা স্বর্গেরে সৃজন, আপনারই বক্ষে লুকায় তাহার জগতের সব বেদন!

অনুকাব্য – সাত সাহারার জল

প্রভূ - আমায় ফিরায়ে দাও প্রেম বেদনায়, সকল প্রাচুর্য পরিহারি –আমায় বাধিয়া রাখো যতনে যাতনায়, এনে বিরহ বিভাবরী…!

অনুকাব্য – সে পলকে আসে

প্রেমের মরূতে আমি ভীতু পরিযায়ী, সূদুর সলিল পানে নিরখিয়া আছি, আসুক সাইমুম, দিগন্ত ব্যাপী, হারাই আবারো, খুব কাছাকাছি!

অনুকাব্য – প্রাণ নিরত অনুরাগে

প্রেম! স্নিগ্ধ নয়, দগ্ধ করো মোরে। চন্দনে নয়, কলঙ্গ তিলকে –ভাসাও অবিরাম' বিভূতি বিহারে। যুগ যুগ সম্ভব! পুলক সম্ভারে!

অনুকাব্য – তোমারে ভালোবাসিবার সাধ

যদি নিশার শেষে, ভালোবেসে, সুর সাধো মোর গানে, আমিও সকল ছাড়ি, রইবো পড়ি, তোমার আলিঙ্গনে!

অনুকাব্য – স্মৃতির মিনারে মুরতী তাহার

একটা সকাল কেনো আলোয় ভরাও, বাকী সকালগুলোকে করতে আধার। এক জীবনে কেনো দাও এত ভালোবাসা, বাকী জীবনগুলো করে প্রেমহীন পাথার।

অনুকাব্য – এতো ভালোবাসি যারে

পূবালী বাতাস আনে শ্যামের সুবাস প্রিয়, নীলাম্বরী মেঘে সাদা পাল তুলে,, দোলে বন বনান্ত শ্যামল শিহরণে, মোর প্রিয়ার পরশ জাগে, মন্দির তলে।

অনুকাব্য – জিবন তো অনন্ত

তুমি মোহিত করে রাখো পরাণ আমার, নয়নের সীমানায় নাই বা রহিলে, বাহুর বাধনে তোমায় না পেলে ক্ষতি কি, জাগিয়া উঠিও মোর পরাণ কাঁদিলে। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – এ প্রেম অনন্তের

হৃদয় অন্দরে জাগে যে তৃষা, পাইতে তোমারে প্রভু আপন করে, এ তৃষা মহাকালের থাকিবে সতত, এ শাশ্বত চাওয়া শুধু পাইতে তোমারে। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – নয়ন ফেরাও আলোর পানে

হৃদয়ের হাহাকার, মরমের মর্মর, নয়নের তৃষা আনে যে ভালোবাসা, জগতের প্রতি পলে বিরাজে সে প্রেম, হৃদয়ে হৃদয়ে জ্বালে পরম তিয়াসা। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – মুক্তির বারতা আকাশে বাতাসে

আজ যা তোমার চতুর্ধারে, রূপ রস আর গন্ধে ভরা, সবই ধরার অনিত্য জড়, স্বপন সম, রয় অধরা। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – মানবের মহৎ প্রাণ

মানবও মহত্বে, সত্ত্বায়, মহান প্রভূ বিরাজিত, আপন ফিৎরাত সহযোগে, মানবাত্মায় অধিষ্ঠিত। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – যে পথে তোমার প্রাণ মহিমা

আ্যধাত্মিকতার প্রেম সাজেতে, সাজাও তোমার হিয়াখানি, রাঙাও হৃদয় ঐশী রঙে, স্বর্গ সুধা আনো ধরায় টানি। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – পাঠ করো মন আপন দর্পন

কাগজ সেতো মৃত বস্তু, প্রাণহীন কালীর অসার ভাব, জীবন্ত আর প্রাণান্ত বাণী, মানব সত্ত্বায় হয় উদ্ভব। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – অনাদী সে কোরান খানি

গ্রন্থ আদী শাস্ত্র যত, চির সত্যের ইশারা, সত্য সেতো মানব মাঝে, মানব সত্যের মহড়া। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – সৃষ্টি জ্ঞানের রহস্য ধারা

রূপময় এই জগৎ মাঝারে, আসিলে মহান অসীম হতে, পূনঃ তোমার সেই আলোক অভিসার, আপনার পানেই ফিরিয়া যেতে। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – প্রজ্ঞার তরে বন্দনা মোর

গুণ রূপ তোর খোদার আশীষ, প্রাণের পরতে রয় বাধা, গুণ হতে তোর প্রাণের খোরাক, পাবি সদা জাগলে ক্ষুধা। অনুকাব্য - লাবিব মাহফুজ

অনুকাব্য – অস্ত্র তোমার জ্ঞান মহিমা

নিত্যের অনিত্যতায় যখন, ধ্বংসস্তুপ হয় প্রাণ, খন্ডিত সে অনুভূতি সদা, মানব সাগরে জ্বালায় অনল দাহন। অনুকাব্য - লাবিব মাহফুজ